Sunday, January 11, 2026
HomeScrollপ্রেমের জালে ফাঁসিয়ে আইনজীবীকে ব্ল্যাকমেল, গ্রেফতার বাংলারই তরুণী
Arrest Bengal Woman

প্রেমের জালে ফাঁসিয়ে আইনজীবীকে ব্ল্যাকমেল, গ্রেফতার বাংলারই তরুণী

ঘনিষ্ঠ মুহূর্তের ছবি রেকর্ড! প্রথম ৪০ লক্ষ, তার পর আরও টাকার দাবি

ওয়েবডেস্ক-  নিখুঁত প্রেমের অভিনয়! প্রেমের মায়াজাল, ছলা-কলায় ভোলাতে বেশি সময় নেননি এই লাস্যময়ী! সেই প্রেমের জালে জড়িয়ে পড়লেন খোদ এক আইনজীবী (Law Year)। এর পরেই শুরু হল আসল খেলা, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফাঁস করে দেওয়ার হুমকি,  লাগাতার ব্ল্যাকমেল (Black Mail)। ৪০ লক্ষ টাকা দাবি। না দিলে এই সমস্ত ভিডিও ভাইরাল করে মিথ্যা ধর্ষণের মামলায় ফাঁসানোর হুমকি। এই ঘটনার নেপথ্যে এই বাংলারই একজন তরুণী। পুলিশ সূত্রে খবর, তরুণীর নাম প্রিয়াঙ্কা (Priyanka)। এই তরুণী বাংলা হলেও দিল্লির (Delhi)  বাসিন্দা।

বেশ কয়েক মাস আগে রাজস্থানের (Rajasthan) বারমের জেলার এক আইনজীবীর সঙ্গে প্রিয়াঙ্কার পরিচয় হয়। এর পরেই ওই আইনজীবীকে প্রেমের জালে ফাঁসায় সে। দিন যত এগোতে থাকে প্রেম প্রগাঢ় হয়, ঘনিষ্ঠতা আরও গভীর হয়। এর পরেই আসল খেলা, অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও রেকর্ড করে ৪০ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ।

আরও পড়ুন-  অনিকেতের আরজি করে পোস্টিং , ভাইরাল স্বাস্থ্য দফতরের চিঠি

আইনজীবীর অভিযোগ, প্রিয়াঙ্কা একটি অশ্লীল ভিডিও রেকর্ড করে।সেই ভিডিও দেখিয়েই ব্ল্যাকমেল শুরু করে। ৪০ লক্ষ টাকা দাবি করে। না দিলেই অশ্লীল ভিডিওটি ভাইরাল করার দেওয়ার হুমকি। সেইসঙ্গে আইনজীবীকে ধর্ষণে মামলায় ফাঁসানোর হুমকি চলতে থাকে। এই অবস্থায় সমাজের ভয়ে ওই আইনজীবী প্রিয়ঙ্কার পরিচিত রাজস্থানের বারমেরেই বাসিন্দা কমল সিং নামে এক যুবকের কাছে ৫০ হাজার টাকা। কিন্তু লোভ আরও বাড়তে থাকে প্রিয়াঙ্কার। আরও টাকার দাবি করে। এর পরেই থানায় অভিযোগ জানান ওই আইনজীবী। তদন্ত নেমে পুলিশ প্রিয়াঙ্কাকে গ্রেফতার করে। অভিযুক্তের কাছ থেকে ৫০ হাজার টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে,  ভুক্তভোগীর থেকে মোট কত টাকা নেওয়া হয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি ঠিক কী তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রিয়াঙ্কাকে হেফাজতে নিয়েছে পুলিশ।

Read More

Latest News