পূর্ব বর্ধমান: গণতন্ত্রের চতুর্থস্তম্ভ (Four Estate) সংবাদমাধ্যমের কাজই সঠিক খবর সঠিক তথ্য নিয়ে মানুষের কাছে তুলে ধরা। আর সংবাদ মাধ্যমকে হুমকি দিচ্ছে বিজেপি (Bjp) কর্মীরা। গতকাল পূর্ব বর্ধমানের (Purba Bardwan) জামালপুরের (Jamalpur) এক বিজেপির নেতার বিরুদ্ধে অভিযোগ ওঠে বিজেপির এককর্মীর কাছ থেকে রেলে চাকরি দেওয়ার নাম করে ৪০ হাজার টাকা নিয়েছে। সেই খবর সম্প্রচার হয় কলকাতা টিভিতে (Kolkata TV News)।
আরও পড়ুন: কলকাতার সবচেয়ে বড় ভূগর্ভস্থ মেট্রো স্টেশন ‘জয় হিন্দ’
সেই খবরে সাড়া পড়ে তারপরই টেলিফোন করে বিজেপির দুই নেতা প্রদীপ বাগ ও বসন্ত পাঁজা কলকাতা টিভি সাংবাদিককে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। কলকাতা টিভি সাংবাদিক কুনাল চট্টোপাধ্যায়, গতকাল সমস্ত তথ্য নিয়ে সেই খবর পাঠায় অফিসকে এবং সেই খবর সম্প্রচার হয় এবং তারপরেই কলকাতা টিভি সাংবাদিক কুণাল চট্টোপাধ্যায়কে ফোন করে গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেয়।
গোটা বিষয়টা কলকাতা টিভি সাংবাদিক লিখিত আকারে জামালপুর থানায় অভিযোগ দায় করেছে। এবার দেখার প্রশাসন কি ব্যবস্থা নেয় অভিযুক্তদের। এই ঘটনা নিয়ে শাসক এবং বিরোধী শিবিরে নিন্দা ঝড় উঠেছে।
দেখুন আরও খবর: