নদীয়া: মৃতদেহ সৎকারের পরও পরিবারকে ঘুরতে হচ্ছে শ্মশানের দফতরে। অভিযোগ, রানাঘাট (Ranaghat) শ্মশান থেকে মিলছে না শ্মশান শংসাপত্র (Cremation Certificate)। ফলে মৃতের পরিবারকে বারবার ফিরে যেতে হচ্ছে অপূর্ণ কাজের বোঝা নিয়ে।
পরিবারের দাবি, শ্মশানকর্মীরা প্রায়ই দায়িত্বজ্ঞানহীন আচরণ করছেন। সময়মতো কাজে উপস্থিত থাকছেন না তারা। কেউ কেউ শ্মশানে পৌঁছে শংসাপত্র চাইলেও কর্মচারীদের দেখা মিলছে না। শেষমেষ সার্টিফিকেটের বদলে কেবল ধরা কাচা নিয়েই ফিরে যেতে হচ্ছে শোকাহত পরিবারকে।
আরও পড়ুন: পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগ এবং দাসপুর থানার সহযোগিতায় একাধিক হারানো ফোন উদ্ধার
এর জেরে শ্মশান কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ জমছে সাধারণ মানুষের মধ্যে। তাদের মতে, শ্মশান শংসাপত্র শুধু প্রশাসনিক নথি নয়, মৃত্যুর পরবর্তী প্রয়োজনীয় সব কাজের জন্যই এটি অপরিহার্য। অথচ সেই সার্টিফিকেট পেতে ভোগান্তির শিকার হতে হচ্ছে পরিবারগুলোকে।
এ নিয়ে সরব হয়েছেন স্থানীয় কাউন্সিলরও। তিনি আশ্বাস দিয়েছেন, বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলে দ্রুত সমাধান করা হবে। শোকের সময়ে মৃতের পরিবারকে অযথা হয়রানি পোহাতে হওয়ায় এলাকাজুড়ে উঠেছে তীব্র সমালোচনা।
দেখুন আরও খবর: