Home Scroll দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী রুক্মিণী

দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী রুক্মিণী

কলকাতা: পর্দার নটী বিনোদিনীর মুকুটে নতুন পালক। বিনোদিনী একটি নটীর উপাখ্যান (Binodiini Ekti Natir Upakhyan) রুক্মিণী মৈত্র অভিনীত ছবিটি দর্শকদের থেকে বেশ ভালোই সাড়া লেগেছিল। রুক্মিণী মৈত্র অভিনীত বিনোদিনী একটি নটীর উপাখ্যান বিশেষ ভাবে সম্মানিত হল। ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’ সিনেমার জন্য ‘সেরা অভিনেত্রী’র পুরস্কার জিতলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) ৷ ‘দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে (Dada Saheb Phalke Flm Festival)’ পুরস্কৃত হয়ে খুশি নায়িকাও।

চলতি বছরের একদম গোড়ার দিকে মুক্তি পেয়েছিল রামকমল মুখোপাধ্যায় পরিচালিত বিনোদিনী একটি নটীর উপাখ্যান। বক্স অফিসেও মোটের উপর ভালোই ব্যবসা করে। গত এপ্রিল মাসেই ৭৫ দিনের রেকর্ড পার করে উপরাষ্ট্রপতি ভবনে পৌঁছে গিয়েছিলেন ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’কে নিয়ে। সেখানেও ভূয়সী প্রশংসা কুড়োন নায়িকা। বিনোদিনী হয়ে ওঠার জন্য অভিনয়ের তালিম নেওয়ার পাশাপাশি নিয়েছেন নাচেরও তালিম। পর্দায় তাঁকে দেখে প্রশংসায় ভরিয়েছেন দর্শক। এবার জানা গেল এই ছবির মুকুটে জুড়ল নতুন পালক। ১৫তম দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন পর্দার ‘বিনোদিনী’। রুক্মিণীর কাছের একদিকে মানুষ হিসেবে অন্য দিকে ছবির প্রযোজক হিসেবে গর্বিত দেব। দেব লিখেছেন, ‘১৫তম দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতায় রুক্মিণী অসংখ্য শুভেচ্ছা তোমাকে। তোমার শক্তিশালী চিত্রায়ণ আরও অনুপ্রাণিত করুক এবং সমুজ্জ্বল হয়ে থাকুক।’

আরও পড়ুন: বেবিবাম্প নিয়ে কিয়ারা মেট গালায় প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে ইতিহাস তৈরি করলেন!

অন্য খবর দেখুন