Sunday, September 14, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeলিড'গৃহপ্রবেশ' মুক্তির পরই দেবের পোস্ট! কী লিখলেন অভিনেতা?

‘গৃহপ্রবেশ’ মুক্তির পরই দেবের পোস্ট! কী লিখলেন অভিনেতা?

ওয়েব ডেস্ক: টলিপাড়ার (Tollywood) অতি পরিচিত মুখ শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। ২০০৮ সালে ‘বাজিমাত’ (Bajimaat) ছবির মধ্যে দিয়ে টলিউডে তাঁর পথ চলা শুরু হলেও পরিণীতা (Parineeta) ছবির পর থেকেই জনপ্রিয়তার শীর্ষে (Successful Actress) পৌঁছেছেন অভিনেত্রী। বলা ভাল, পরিণীতা (Parineeta) ছবির মধ্যে দিয়েই এক নতুন শুভশ্রীকে (Subhashree Ganguly) চিনেছেন দর্শকরা। তাই প্রতিবছর দর্শকরা (Audience) মুখিয়ে থাকেন তাঁর অভিনীত ছবির জন্য। গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘গৃহপ্রবেশ’ (Grihapravesh)। এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত (Indraadip Dashgupta)। সিনেমাতে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ধরা দেবেন ‘তিতলি’ (Titli) চরিত্রে। তাঁর চরিত্র নিয়েই পরিচালক বুনেছেন এই গল্প।

এই ছবিতে নজর কাড়বে টলিপাড়ার অন্যান্য জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী কৌশিক গঙ্গোপাধ্যায়, জীতু কমল, সোহিনী সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ এর উপস্থিতি। গতকাল শুক্রবার এই ছবির প্রিমিয়ার উৎসর্গ করা হয়েছে ঋতুপর্ণ ঘোষকে (Rituparno Ghosh)। যা রীতিমতো চোখে জল এনে দেয় সেলেব দর্শকদের (Celeb Audience)। এমন আবেগঘন মুহূর্তেই দেবের (Dev) শুভেচ্ছা বার্তা (Congrats) নিয়ে জোর চর্চা শুরু হয়েছে অনুরাগীদের (Followers) মধ্যে।

আরও পড়ুন: রকিভাই লুকে নেটপাড়া কাঁপাচ্ছেন দেব

শুভশ্রীর নতুন ছবি ‘গৃহপ্রবেশ’-এর (Grihapravesh) জন্য অভিনেত্রীকে শুভেচ্ছা বার্তা (Congratulations) জানিয়েছেন দেব (Dev)। যা নিয়ে অনুরাগীদের মনে লাড্ডু ফুটেছে। তবে শুধু এই ছবি নয়, যেকোনো ছবি মুক্তি পেলেই সেই টিমকে শুভেচ্ছা জানান দেব। তবে তাঁদের অনুরাগীদের মুখে কিন্তু অন্য কথা শোনা যাচ্ছে। এই শুভেচ্ছাকে ‘এটা স্পেশাল’ বলে উল্লেখ করেছেন দেব শুভশ্রী ভক্তরা। ছবি মুক্তির পরেই এক্স হ্যান্ডেলে (‘X’ Post) শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং কৌশিক গঙ্গোপাধ্যায়কে ট্যাগ করে দেব লিখেছেন, “আজ মুক্তি পেয়েছে আপনাদের কাছের সিনেমা হলে। অনেক শুভেচ্ছা রইল পুরো টিমের জন্য, খুব ভালো হোক!”

উল্লেখ্য, আইনি জটিলতা কাটিয়ে দীর্ঘ নয় বছর পর সিনেহলে মুক্তি পেতে চলেছে দেব-শুভশ্রী জুটির শেষ অভিনীত ছবি ‘ধূমকেতু’ (Dhumketu)। নায়িকা তাঁর নিজের মুখে এই ছবি মুক্তির দিনও ঘোষণা করেছেন। আগামী ১৪ অগস্ট মুক্তি পাবে বহু প্রতীক্ষিত এই ছবি। দর্শকরা এই ছবিকে কত বড় করতে পারেন সেই অপেক্ষাতেই রয়েছেন অভিনেত্রী। আর তাঁর আগেই দেবের (Dev) এই শুভেচ্ছা বার্তা যেন বাড়তি জল্পনার সঞ্চার করেছে। দর্শকরা নতুন করে ধূমকেতুর (Dhumketu) ক্রেজে মেতেছেন।

দেখুন অন্য খবর

Read More

Latest News