Tuesday, October 7, 2025
spot_img
Homeঅমিত শাহের সভাতেও ব্রাত্য দিলীপ ঘোষ

অমিত শাহের সভাতেও ব্রাত্য দিলীপ ঘোষ

কলকাতা: ২০২৬-এ বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার আগে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক-সহ একাধিক কর্মসূচী নিয়ে বঙ্গ সফরে আসছেন অমিত শাহ (Amit Shah)। সূত্রের খবর, রবিবার দলীয় বৈঠকে দলের রণকৌশল স্থির করা হবে। আর সেই বৈঠকেই ব্রাত্য দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এ নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর তরজা।

টানাপোড়েনের আবহে আবার জল্পনায় ঘৃতাহুতি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের। বর্তমানে বিজেপিতে দিলীপ ঘোষের কোনও পদ নেই। দলীয় কর্মসূচি থেকেও রয়েছেন বেশ দূরে। গত বৃহস্পতিবার রাজ্যে আসেন নরেন্দ্র মোদি। সেদিন আলিপুরদুয়ারের অনুষ্ঠানে দেখা যায়নি প্রাক্তন বঙ্গ বিজেপি সভাপতিকে। এবার শাহী সফরেও ব্রাত্য মেদিনীপুরের প্রাক্তন সাংসদ।

আরও পড়ুন: প্রভাব খাটিয়ে তৃণমূল নেতার মেয়ের চাকরি! বিস্ফোরক দাবি সুকান্তর

এ নিয়ে দিলীপ ঘোষ বলেন,’বড় নেতাদের সঙ্গে না ডাকলে আমি যাই না। বড় নেতাদের মানসম্মান আছে। আমি সমর্থকের কাজ করি। প্রয়োজন হলে তাঁরা ডাকেন। কী করতে হয় বলে দেন। লোকেদের মতো ট্রেন্ড আছে, নেতাদের পিছনে ঘোরা। আমাদের দলে শৃঙ্খলা আছে। কোন নেতারা কোথায় থাকবেন সেটা পার্টি ঠিক করে’।

দেখুন আরও খবর:

Read More

Latest News