Tuesday, October 21, 2025
HomeScrollশিব লিঙ্গ থিমে দিওয়ালী ক্লাবের দুর্গোৎসব, শুভ সূচনা করলেন শিশির অধিকারী
Kali Puja 2025

শিব লিঙ্গ থিমে দিওয়ালী ক্লাবের দুর্গোৎসব, শুভ সূচনা করলেন শিশির অধিকারী

৩৫ তম বছরে পুজোর থিম 'শিব লিঙ্গ'

পূর্ব মেদিনীপুর: কাঁথির (Kanthi) অন্যতম জনপ্রিয় পুজো দিওয়ালী (Diwali 2025) ক্লাবের দুর্গোৎসব (Durga Puja) এ বছর পদার্পণ করল ৩৫ তম বছরে। এবারের পুজোর থিম “শিব লিঙ্গ”। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই পূজার শুভ সূচনা করেন কাঁথির প্রাক্তন সাংসদ শিশির অধিকারী।

আরও পড়ুন: বর্ধমান স্টেশনে পদপিষ্টের ঘটনায় মৃত্যু হল চিকিৎসাধীন যাত্রীর

পঞ্চাশ জন সদস্য মিলে নিজেদের উদ্যোগে তৈরি করেছেন এই থিমভিত্তিক পূজামণ্ডপ। শুধু পুজো নয়, সমাজসেবার দিকেও নজর রেখেছে ক্লাব কর্তৃপক্ষ। পূজার সঙ্গে আয়োজিত হয়েছে বস্ত্রদান কর্মসূচি ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এলাকার মানুষদের অংশগ্রহণে উৎসবের আবহে জমে উঠেছে দিওয়ালী ক্লাবের পূজা প্রাঙ্গণ।

দেখুন আরও খবর:

Read More

Latest News