কলকাতা: আগামী ৫ অক্টোবর শহরের রেড রোডে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুজোর (Durga Puja 2025) বর্ণাঢ্য কার্নিভ্যাল (Durga Puja Carnival)। এদিন শহরের সেরা প্রতিমাগুলি শোভাযাত্রায় অংশ নেবে (District news)।
পুজোর শেষলগ্নে এই কার্নিভ্যাল ঘিরে উৎসবের আবহ তৈরি হলেও যানবাহন চলাচলে পরিবর্তন আসবে। কলকাতা ট্রাফিক পুলিশ জানিয়েছে, ওইদিন রেড রোড ও তার আশপাশের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ থাকবে। দর্শনার্থীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হবে।
আরও পড়ুন: মায়ের বিদায় বেলায় সাঁইথিয়ায় দীপশিখা ক্লাবে চলছে সিঁদুর খেলা
প্রতি বছর দুর্গাপুজোর কার্নিভ্যাল শহরবাসী ও পর্যটকদের কাছে বড় আকর্ষণ হয়ে ওঠে। এবছরও অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।
দেখুন আরও খবর: