ওয়েবডেস্ক- এবার কলকাতায় (Kolkata) এক বুথ লেভেল অফিসারকে (BLO) শোকজ করল নির্বাচন কমিশন (Election Commission)। দক্ষিণ কলকাতার রাসবিহারী কেন্দ্রের (Rash Behari Center) এক বুথ লেভেল অফিসারকে শোকজ (Show Cause)। শো কজ করল নির্বাচন কমিশন। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টের দোকান থেকে এস আই আর ফর্ম বিলির অভিযোগ।
অভিযোগ জানানোর পর তদন্তে সত্যতা আশায় সংশ্লিষ্ট সরকারি আধিকারিককে শোকজ করল নির্বাচন কমিশন। ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর দিতে হবে সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসারকে তার বিরুদ্ধে কেন বিভাগীয় তদন্ত শুরু করা হবে না?
আরও পড়ুন- কলকাতার রাস্তায় তারের কুণ্ডলী মুক্ত করতে পদক্ষেপ ফিরহাদ হাকিমের
প্রসঙ্গত, রাজ্যের এসআইআর- এর কাজের বিশেষ দায়িত্বভার ন্যস্ত হয়েছিল বুথ লেভেল অফিসার বা বিএলওদে উপরে। এর জন্য তাদের আলাদা করে প্রশিক্ষণও দেয় কমিশন। এসআইআর জারির সময়েই মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার স্পষ্ট করে দেন, বিএলওদের কাজ হবে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া। একবার না মোট তিনবার যাবেন বিএলওরা। কিন্তু এখানেই বাঁধে বিভ্রাট। একাধিক জায়গা থেকে অভিযোগ আসতে থাকে বিএলও’ রা বাড়ি বাড়ি যাওয়ার বদলে কেউ রাস্তায় ক্যাম্প করে ফর্ম বিলি করছেন। কেউ আবার কোনও রাজনৈতিক দলের কর্মীর বাড়ি থেকে ফর্ম দিচ্ছেন, আবার কেউ বাড়ির উঠোন থেকে ফর্ম দিচ্ছেন। নির্বাচন কমিশন আগেই সতর্ক করেছিলেন, নির্দেশিকা না মানলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এবার সেই মতোই পদক্ষেপ নিল কমিশন। কলকাতার এক বিএলওকে শো-কজ করল নির্বাচন কমিশন।
দেখুন আরও খবর-







