Monday, October 6, 2025
spot_img
Homeচাকরির লোভ দেখিয়ে লক্ষাধিক টাকা আত্মসাৎ, চাঞ্চল্য মুর্শিদাবাদে

চাকরির লোভ দেখিয়ে লক্ষাধিক টাকা আত্মসাৎ, চাঞ্চল্য মুর্শিদাবাদে

মুর্শিদাবাদ: চাকরি দেওয়ার লোভ দেখিয়ে প্রায় ৯ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মুর্শিদাবাদে (Murshidabad)। অভিযোগের তির এক মহিলার দিকে। সোনার গয়না সহ ৩ লক্ষ টাকা মিলিয়ে প্রায় ৯ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ মুর্শিদাবাদের (Murshidabad) সাগরপাড়ার এক মহিলার বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হতেই সাগরপাড়া থানার পুলিশ (Sagarpara Police) কাজীপাড়া এলাকা থেকে ওই মহিলাকে আটক করে।

অভিযোগকারী ওই মহিলার নাম আফরোজা বিবি। তিনি বহরমপুর থানার বালিরঘাট এলাকার বাসিন্দা। অন্যদিকে, অভিযুক্তের নাম রুপা মজুমদার। তিনি মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার কাজীপাড়া এলাকার বাসিন্দা বলে খবর পুলিশ সূত্রে।

আরও পড়ুন: চাকরির নামে প্রতারণার অভিযোগ, শিলিগুড়ির তিন জায়গায় হানা ইডি-র

ওই মহিলার অভিযোগ, চাকরি দেওয়ার লোভ দেখিয়ে অভিযুক্ত রুপা মজুমদার কখনও পঞ্চাশ হাজার, কখনও এক লক্ষ, আবার কখনও সোনার গয়না বন্ধক দিয়ে টাকা নিয়েছে। তারপর বেশ কয়েকদিন কোনওরকম যোগাযোগ করে না। এমনকি টাকা নেওয়ার কথা অস্বীকার করে অভিযুক্ত। এরপর ওই মহিলা সাগরপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ রুপা মজুমদারকে আটক করে। অভিযোগ প্রমাণ হলে তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

দেখুন অন্য খবর 

Read More

Latest News