Sunday, October 26, 2025
Home২৬-এর ভোটের দামামা বাজিয়েছেন মোদি, এবার কি বিজেপির টার্গেট সেট করবেন শাহ?

২৬-এর ভোটের দামামা বাজিয়েছেন মোদি, এবার কি বিজেপির টার্গেট সেট করবেন শাহ?

ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) খোদ বৃহস্পতিবার সুর বেঁধে দিয়ে গিয়েছেন। আলিপুরদুয়ারের জনসভা থেকে বাংলার তৃণমূল (TMC) সরকারকে তীব্র আক্রমণ করেছেন। অপারেশন সিঁদুরের (Operation Sindoor) সাফল্য প্রচারে এসেছিলেন। কিন্তু তাঁর বক্তব্যে নিশানায় ছিল তৃণমূল সরকার। এখন থেকেই বিজেপি (BJP) কর্মীদের কোমর বেঁধে নামতে নির্দেশ  দেন তিনি। আগামী বছর বিধানসভা ভোট। রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সভা। মোদি যেখানে শেষ করেছিলেন। তিন কি সেখান থেকে শুরু করবেন। ভোটের লক্ষ্যে বিজেপির কর্মসূচির রূপরেখা ঠিক করে দেবেন? ঘোষণা হবে বাংলা বিজেপির নতুন সভাপতির নাম?

মোদি তাঁর ভাষণে বিজেপির উন্নয়নের মডেল তুলে ধরেছিলেন। তাঁর বক্তব্যে বিজেপি শাসিত প্রতিবেশী অসম, ওড়িশার নাম করেছিলেন। পূর্ব ভারতে বাংলা দখল নরেন্দ্র মোদির দীর্ঘ দিনের টার্গেট। গত বিধানসভায় বিজেপি এমন প্রচার করেছিল যেন সরকারে আসা সময়ের অপেক্ষা। আদতে বিজেপির ফল প্রত্যাশার চেয়ে অনেক খারাপ হয়। এখন ৭৭ থেকে তাঁদের বিধায়ক সংখ্যা কমতে কমতে ছয়ের ঘরে। গত লোকসভাতেও তার আগের লোকসভার থেকে খারাপ ফল হয়েছে। গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ বঙ্গ বিজেপি। সেই প্রেক্ষিতে মোদির সরকারের ও বিজেপির নম্বর টু অমিত শাহ কী কর্মসূচি বিজেপির জন্য ঠিক করে দেন সেদিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল। তবে এর আগে বাংলায় যে টার্গেটই শাহ ঘোষণা করেছেন। তা ফ্লপ করেছে। ফলে কৌশল বদলে বিজেপি কর্মীদের চাঙ্গা করতে নতুন কি উপায় বের করেন সেটাই দেখার।

আরও পড়ুন: শক্তি বাড়িয়ে টানা ৭ দিন বঙ্গে তাণ্ডব চালাবে নিম্নচাপ? দেখুন বিরাট আপডেট

বিজেপির অভ্যন্তরীণ রিপোর্ট বলছে, রাজ্যের প্রধান বিরোধী দলের সাংগঠনিক হাল তথৈবচ। কেন্দ্রীয় নেতৃত্বের বেঁধে দেওয়া সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারেনি। একাধিক গোষ্ঠীত বিভক্ত বঙ্গ বিজেপি। দিলীপ ঘোষ সম্প্রতি দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জগন্নাথ মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দেন। সেসময় তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করেছিলেন। তাঁকে আলিপুরদুয়ারে মোদির সভায় আমন্ত্রণ না জানানোয় ক্ষুব্ধ। উত্তরবঙ্গ থেকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা তৃণমূলে নাম লিখিয়েছেন। সম্প্রতি আরএসএস প্রধান মোহন ভাগবত রাজ্যে এসে লম্বা কর্মসূচিতে অংশ নেন। ওয়াকফ সংক্রান্ত হিংসায় মুর্শিদাবাদে তিনজনের প্রাণ গিয়েছে। বাংলার প্রতিবেশী বাংলাদেশ নিয়ে শাহ কিছু বলেন কি না সেদিকে নজর থাকবে। বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন বেড়েছে। মহম্মদ ইউনুসের আমলে বেড়েছে পাকিস্তান ও চীন প্রীতি। মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি বিধানসভার ভোটে মেরুকরণের পথে হাঁটে বিজেপি। সেখানে সাফল্যও পেয়েছে। বাংলার সংস্কৃতি, প্রেক্ষিত ভিন্ন।  এর আগে ২০১৬ ও ২০২১ বিধানসভার নির্বাচনে দুর্নীতি অস্ত্রে লাভ করতে পারেনি গেরুয়া শিবির। ফলে নতুন কি পথ দেখান, বিধানসভা ধরে ধরে কোনও রূপরেখা ঠিক করে দেন কি না সেদিকে তাকিয়ে বিজেপি কর্মীরা। সব মিলিয়ে শাহি সফর ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

 

Read More

Latest News