ওয়েবডেস্ক- তারের জালে আবদ্ধ তিলোত্তমা (Kolkata)। যেদিকে তাকাবে সেদিকে শুধু তারের (Cable) ছড়াছড়ি। ঘিঞ্জি এলাকা। ফলে বিপদের ঝুঁকিতেই দাঁড়িয়ে আছে কলকাতার ব্যস্ততম পথ এজরা স্ট্রিট (Ezra Street) । প্রতিদিন হাজার হাজার মানুষের রুটি-রুজির যোগান দিয়ে চলেছে এই পথ। কিন্তু এই ব্যস্ত রাস্তা ক্রমশই বিপদের কারণ হয়ে উঠছে। এজরা স্ট্রিটে আগুন লাগার ঘটনার পর সক্রিয় কলকাতা পুরসভা (Kolkata Corporation)। শহর কলকাতার মূল রাস্তা গুলি থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার উপর ঝুলে থাকা তারের কুণ্ডলী মুক্ত করতে উদ্যোগ নিল কলকাতা পুরসভা।
রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের (Meyor Firhad Hakim) উদ্যোগে ঝুলে থাকা কেবিল ওয়ার বা তার কে মাটির তলা দিয়ে ডাক্টের মাধ্যমে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করতে কলকাতা পুরসভায় উচ্চ পর্যায়ের বৈঠক মেয়র ফিরহাদ হাকিমের।
আরও পড়ুন- শিয়ালদহ ডিভিশনে ট্র্যাক মেরামতির জন্য ২৪০ মিনিট ট্রাফিক ব্লক
বৈঠকে উপস্থিত শহর কলকাতা উপস্থিত রয়েছেন কলকাতা পুরসভার উচ্চপদস্থ আধিকারিকরা। কলকাতা পুলিশ ও ফায়ার সার্ভিসের আধিকারিকরা। শহর কলকাতার ঝুলে থাকা কেবল থেকেও আগুন লাগার ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর করতে চলেছেন মেয়র ফিরহাদ হাকিম। অতি দ্রুত ডাকের মাধ্যমে এই চুলে থাকার কেবিল তার নিয়ে যাওয়ার বিষয়টি কার্যকর করতে কঠোর অবস্থান কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।
দেখুন আরও খবর-







