ওয়েব ডেস্ক : দক্ষিণ আফ্রিকার (South Africa) উপকূলে সম্প্রতি ঘটে যাওয়া এক ভয়াবহ ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রায় ৬০ হাজার পেঙ্গুইনের (Penguins) রহস্যজনক মৃত্যু (Death)। সার্ডিন মাছের সংখ্যা ধসে পড়ায় এ গণমৃত্যু ঘটেছে বলে সাম্প্রতিক গবেষণায় জানা গেছে।
২০০৪ থেকে ২০১২ সালের মধ্যে ডাসেন ও রবন দ্বীপে এই বিপর্যয় ঘটে। বিশেষজ্ঞদের মতে, এই বিপর্যয়ের পেছনে রয়েছে দুটি বড় কারণ: খাদ্যের অভাব ও জলবায়ু পরিবর্তন। এই অস্বাভাবিক পরিস্থিতি পরিবেশবিদদের মনোযোগ আকর্ষণ করেছে এবং এই বিষয়ে বিশেষ গবেষণা শুরু হয়েছে। তাদের মতে, সমুদ্রের উষ্ণতা বৃদ্ধি এবং অপরিকল্পিত মাছ ধরা প্রভাব ফেলছে পেঙ্গুইনদের (Penguins) খাদ্য সরবরাহে।
আরও খবর : চিনে বাড়ল কন্ডোমের দাম
তিন দশকে আফ্রিকান পেঙ্গুইনের (Penguins) সংখ্যা ৮০ শতাংশ কমে গিয়েছে, যা সমুদ্রের বাস্তুতন্ত্রের জন্য বিপজ্জনক সংকেত বলে বিশেষজ্ঞদের মত। এই ঘটনা শুধু দক্ষিণ আফ্রিকার জন্য নয়, বিশ্বব্যাপী পরিবেশের ওপরও গভীর প্রভাব ফেলেছে। পেঙ্গুইনদের এই গণমৃত্যু জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সমস্যাগুলির একটি উদাহরণ। বিজ্ঞানীরা এই ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে তৎপর এবং এটি প্রতিরোধের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তাঁরা।
দেখুন অন্য খবর :







