Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeসার্টিফায়েড লিস্ট প্রকাশের দাবিতে পথে নামল গ্রুপ C ও গ্রুপ D শিক্ষাকর্মীরা

সার্টিফায়েড লিস্ট প্রকাশের দাবিতে পথে নামল গ্রুপ C ও গ্রুপ D শিক্ষাকর্মীরা

সল্টলেক: ফের পথে নামল শিক্ষাকর্মীরা। আজ বুধবার যোগ্য গ্রুপ C ও গ্রুপ D (Group C and Group D) অধিকার মঞ্চের পক্ষ থেকে সল্টলেক করুণাময়ী (Saltlake) থেকে আচার্যসদন পর্যন্ত যোগ্য গ্রুপ C ও গ্রুপ D শিক্ষাকর্মীদের মিছিল ও জমায়েত।

তাঁদের মূল দাবি, যোগ্য ১২৫৫ জন গ্রুপ C ও ২১৩৯ জন গ্রুপ D যাঁদের বিরুদ্ধে তদন্তকারী সংস্থা (Bag Committee & CBI) ও নিয়োগকারী সংস্থার (WBCSSC) কোনও অভিযোগ নেই, সেইসকল যোগ্য ৩৩৯৪ জন শিক্ষাকর্মীর সার্টিফায়েড লিস্ট (Certified List) এসএসসিকে (SSC) অবিলম্বে প্রকাশ করতে হবে।

আরও পড়ুন: গৃহবধূকে খুনের অভিযোগে উত্তেজনা মহেশতলায়

তাঁরা আরও জানান, সিবিআই-এর উদ্ধার করা ২২ লক্ষ ওএমআর অবিলম্বে এসএসসির অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। ১২ নং ধারা (Article 12) কর্তৃপক্ষকে সমস্ত দায়িত্ব নিয়ে আইনি পদ্ধতিতে ৩৩৯৪ জন শিক্ষাকর্মীকে নিজ বিদ্যালয়ে সন্মানের সঙ্গে ফেরানোর ব্যবস্থা করতেই হবে।

দেখুন অন্য খবর 

Read More

Latest News