Saturday, September 6, 2025
HomeScrollমুম্বইজুড়ে ৩৪টি মানববোমা ছড়ানো রয়েছে! হুমকি এল পুলিশের কাছে

মুম্বইজুড়ে ৩৪টি মানববোমা ছড়ানো রয়েছে! হুমকি এল পুলিশের কাছে

বিস্ফোরণের আঘাতে অন্তত এক কোটি মানুষের মৃত্যু হতে পারে

ওয়েব ডেস্ক: ফের মুম্বইয়ে জঙ্গি হামলার ছক! মুম্বইজুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট । শুক্রবার সকালে মুম্বই পুলিশের কাছে বার্তা আসে, শহরজুড়ে ৩৪টি মানববোমা ছড়ানো রয়েছে। গোটা মুম্বইকে কাঁপিয়ে বিস্ফোরণ ঘটাবে অন্তত ৪০০ কেজি আরডিএক্স। এই খবর পাওয়ার পরেই গোটা মুম্বইজুড়ে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। বোমার খোঁজে চলছে তল্লাশি।

সূত্রের খবর, শুক্রবার সকালে মুম্বইয়ের ট্রাফিক পুলিশের হেল্পলাইনে বোমার রাখার হুমকি আসে। সেখানে সাফ জানানো হয়, গোটা মুম্বইজুড়ে অন্তত ৩৪টি গাড়ির মধ্যে ৩৪টি মানববোমা মোতায়েন করা হয়েছে। সবমিলিয়ে ৪০০ কেজি আরডিএক্স রয়েছে ওই বোমায়। একসঙ্গে সব বোমা ফেটে ছারখার হয়ে যাবে গোটা শহর। এই বিস্ফোরণের আঘাতে অন্তত এক কোটি মানুষের মৃত্যু হতে পারে। এই হুমকি আসার পর থেকেই একদিকে শুরু হয়েছে আতঙ্ক। অন্যদিকে পুলিশের তদন্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  লস্কর-ই-জিহাদি নামে এক সংগঠনের তরফ থেকে এই হুমকি পাঠানো হয়েছে।

আরও পড়ুন: মাত্র ১৮ ঘণ্টার মধ্যেই জম্মু-কাশ্মীরে তৈরি হল কাঠের সেতু, নেপথ্যে ভারতীয় সেনা

শনিবার অনন্ত চর্তুদর্শী। মুম্বাইয়ে ধুমধাম করে পালন হয় এই দিনটি। তার ঠিক আগের দিন এইধরনের হুনকি। যার জেরে ১ কোটি মানুষের মৃত্যু হতে পারে। উৎসবের ঠিক আগে এমন হুমকি আসায় কার্যত আতঙ্ক ছড়িয়েছে গোটা শহরজুড়ে। নানা এলাকায় চলছে তল্লাশি অভিযানও। নিরাপত্তাও অনেক গুন বাড়িয়ে তোলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। হুমকিতে উল্লেখ করা হয়েছে, ১৪ জন পাকিস্তানি জঙ্গি মুম্বাইয়ে লুকিয়ে রয়েছে। যা ঘিরে শুরু হয়েছে পুলিশের চিরুনীতল্লাশি।

দেখুন খবর:

Read More

Latest News