কলকাতা: গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela 2026) প্রস্তুতি ও ব্যবস্থাপনা খতিয়ে দেখতে কলকাতা পুরসভায় (Kolkata Corporation) উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়েছে। রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) উদ্যোগেই এই গুরুত্বপূর্ণ বৈঠক।
বৈঠকে উপস্থিত থাকবেন বিভিন্ন বিভাগের মেয়র পারিষদ, কলকাতা পুরসভার সমস্ত বিভাগীয় প্রধান, পুর কমিশনার ও সেক্রেটারি। পাশাপাশি উপস্থিত থাকার কথা রয়েছে কলকাতা পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক, দমকল বিভাগের আধিকারিক এবং ট্রান্সপোর্ট বিভাগের শীর্ষ কর্তাদের।
আরও পড়ুন: লাখো ভক্তের ঢল গঙ্গাসাগরে, ভিড় সামলাতে ড্রোন-নজরদারি
প্রতিবছরের মতো এ বছরও দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক সাধুসন্ত ও পুণ্যার্থীর সমাগম হবে কলকাতার বাবুঘাট ও সংলগ্ন এলাকায়। সেই কারণে ভক্তদের নিরাপত্তা, খাওয়া-দাওয়ার ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা, অগ্নি নির্বাপণ ব্যবস্থা এবং সুশৃঙ্খলভাবে গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাত্রার সমস্ত দিক নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হবে।
মেলার সময় কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং পুণ্যার্থীদের সুবিধা নিশ্চিত করতেই এই সমন্বয়মূলক বৈঠক বলে জানিয়েছে কলকাতা পুরসভা। চাইলে আমি এটিকে আরও সংক্ষিপ্ত স্ক্রল ভার্সন, ব্রেকিং নিউজ ফরম্যাট বা ডিজিটাল পুশ নোটিফিকেশন স্টাইলেও সাজিয়ে দিতে পারি।







