Wednesday, August 27, 2025
HomeScrollভারত-পাক সংঘর্ষ বিরতিতে রাজি, দাবি ট্রাম্পের

ভারত-পাক সংঘর্ষ বিরতিতে রাজি, দাবি ট্রাম্পের

ওয়েবডেস্ক: ভারত পাক সংঘাতের (India Pakistan Conflict) আবহে বড়সড় দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (President Donald Trump) । পূর্ণ সংঘর্ষ (India-Pakistan ceasefire) বিরতিতে রাজি ভারত -পাকিস্তান, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনটাই দাবি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্টে আরও দাবি, দুই দেশের সঙ্গে তার এই বিষয় নিয়ে কথা হয়েছে। সেখানে দুই দেশই তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

ভারতের প্রত্যাঘাতে পাকিস্তানের বেসামাল অবস্থায় মার্কিন হস্তক্ষেপ, তার পরেই সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। জানা গেছে, পাক সেনা প্রধানের সঙ্গে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবেয়ার কথা হয়েছে। রাতভর তাদের মধ্যে আলোচনা হয়। সেখানেই সংঘর্ষ বিরতিতে রাজি দুই দেশ, এমনটাই দাবি মার্কিন প্রেসিডেন্টের।

আরও পড়ুন; ভারত-পাক যুদ্ধের আবহে ইন্টারনেট ব্যবহারে সতর্কতা জারি,কী করবেন আর কী করবেন না

আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিও আমেরিকার প্রেসিডেন্টের এই বার্তা শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, দুই নেতার সঙ্গে আলোচনা হয়েছে মার্কিন প্রেসিডেন্টের।

পহেলগাম কাণ্ডে প্রত্যাঘাত করে ভারত। ৭ মে ভারতের আকাশ থেকেই এয়ার স্ট্রাইক করা হয়। পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গি ঘাঁটি।

পর উভয় পক্ষকে উত্তেজনা কমানোর আবেদন জানায় আমেরিকা।

জি-৭ গোষ্ঠী ভুক্ত দেশগুলিও দুই দেশকে উত্তেজনা প্রশমনের আবেদন জানিয়েছে।

জানা গেছে, আজ বিকেল পাঁচটা থেকে সংঘর্ষ বিরতি। এমনটাই জানিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিস্রী। ৪৩ ঘণ্টার সংঘর্ষ বিরতি। ১২ মে পর্যন্ত  দুপুর ১২ পর্যন্ত সংঘর্ষ বিরতি থাকবে।

দেখুন  ভিডিও-

Read More

Latest News