ওয়েব ডেস্ক: জয়পুরে ঘুরতে আসেন এক মার্কিন কনটেন্ট ক্রিয়েটর। তাঁর সঙ্গে ফরাসি ভাষায় কথা বলে, সকলকে তাক তাকিয়ে দিলেন এক ভারতীয় অটোচালক। সম্প্রতি এক ভারতীয় অটোচালকের এমন ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে সবাই মুগ্ধ। তিনি শুধু সেই ব্যক্তিকে গন্তব্যে পৌঁছে দেননি, বরং সাবলীল ফরাসি ভাষায় কথা বলে এক মার্কিন পর্যটককে রীতিমতো অবাক করেছেন।
ভিডিওটি শেয়ার করে তিনি জানান, ফরাসি এবং ইংরেজি—এই দুটি ভাষায় কথা বলতেই অটোচালক হঠাৎ করে ফরাসি ভাষায় তাকে জিজ্ঞাসা করেন, তিনি ফরাসি বলতে পারেন কি না। প্রথমে তিনি হতবাক হলেও পরে অটোচালক সহজ ভাষায় একই প্রশ্ন আবার করলে তাদের মধ্যে শুরু হয় কথোপকথন। ভিডিও-টি ইন্সটাগ্রামে প্রকাশ পেতেই ব্যাপক ভাইরাল হতে শুরু করে।
View this post on Instagram
আরও পড়ুন: সতীর অভিশাপ! অদ্ভুত কারণে এই গ্রামে আজও পালিত হয় না দীপাবলি
জানা গিয়েছে, ওই অটোচালক ফ্রান্স, সুইজারল্যান্ড এবং কানাডা, জয়পুর থেকে আসা পর্যটকদের সাথে যোগাযোগ করে ফরাসি ভাষা শিখেছিলেন। ভিডিওটি “অবিশ্বাস্য ভারত” শিরোনাম সহ শেয়ার করা হয়েছে। যা অভিজ্ঞতার নিখুঁত সারসংক্ষেপ তুলে ধরেছে। ভিডিও-টি দেখে অনেকেই চালকের উৎসাহ এবং স্ব-শিক্ষিত দক্ষতার প্রশংসা করেছেন। সোশ্যাল মিডিয়া জুড়ে মানুষ ড্রাইভারের প্রচেষ্টা এবং ভাষা শেখার প্রতি আগ্রহের প্রশংসা করেছেন। একজন মন্তব্য করেছেন, “এটাই আসল ভারত — সর্বত্র কৌতূহল এবং দয়া।” আরেকজন লিখেছেন, “অবিশ্বাস্য! তার উচ্চারণ এত ভালো যে আমি ভাবতেও পারিনি যে সে এটি শিখেছে।” দেখুন খবর
দেখুন খবর: