ওয়েব ডেস্ক : রাজ্য বিজেপি (BJP) তার লক্ষ্য থেকে সরে যাচ্ছে? রাজনৈতিক মহলে এমনই কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ‘হিন্দু হিন্দু ভাই ভাই’ আর সেভাবে কেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মুখে শোনা যাচ্ছে না? বরং শুভেন্দু মুখে এখন শোনা যাচ্ছে, আমি বলিনি সংলঘু ভোট চাই না।
সূত্রের খবর, এসবের মাঝেই দলের সাংগঠনিক বৈঠকে কেন্দ্রীয় নেতা সুনীল বনশলের (Sunil Bansal) বক্তব্যে নতুন জল্পনা ছড়িয়েছে। বৈঠকে তিনি নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন, সব অংশের মানুষের ভোট চাইতে হবে এবং সেইভাবেই প্রচার গড়ে তুলতে হবে। কেন এমন নির্দেশ দেওয়া হল, এর উওর দলের কেন কেউ দিতে পারছেন না।
আরও খবর : এক ধাক্কায় সব জেলায় পারদ পতন, শীতের কামড় বেশি বীরভূমে
প্রসঙ্গত, নতুন সভাপতি হয়ে শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) সব অংশের মানুষকে নিয়ে চলার পরামর্শ দেন। কার্যত তাতেই সিলমোহর দিল কেন্দ্রীয় নেতৃত্ব। তাই সুনিল বনশল দলের বৈঠকে এমন আবেদন করেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে কি এই ঘটনায় কোনঠাসা হয়েই চরম বিরোধী সুকান্ত মজুমদারের বাড়ি ছুটলেন শুভেন্দু অধিকারী? এবং দুজনেই বৈঠক করলেন?
রাজনৈতিক মহল মনে করছে, আসলে কেন্দ্রীয় নেতৃত্ব বুঝেছেন কোনও এক অংশের ভোটে এই রাজ্য ক্ষমতায় আশা যাবে না। তাই সুনীল বনশলকে দিয়ে দলের মত সাংগঠনিক বৈঠকে বলে দিয়েছেন তারা। এবার কি করবে রাজ্যের বিরোধী দলনেতা? লোকসভা নিবাচনের পর ‘হিন্দু হিন্দু ভাই ভাই’ বলে দলের যে কর্মীদের রাস্তায় নামিয়েছেন, তাদের এখন কি বলবেন? প্রশ্ন উঠছে দলে ।
দেখুন অন্য খবর :







