Wednesday, January 14, 2026
HomeScrollপঞ্জাবি গায়কের সঙ্গে দিশা, প্রেমিক কেন মুখ দেখান না?
Isha Patani

পঞ্জাবি গায়কের সঙ্গে দিশা, প্রেমিক কেন মুখ দেখান না?

অভিনেত্রীর প্রেমিক সর্বক্ষণই মুখ ঢেকে থাকেন

ওয়েব ডেস্ক: দিশার জীবনে নতুন প্রেমিক। অভিনেতা নয়, গায়কের প্রেমে পড়লেন দিশা। প্রবাসী পঞ্জাবি গায়ক তলবিন্দর সিং ব(Punjabi Singer Talwiinders) সঙ্গে দিশা পটানীর (Isha Patani) প্রেমের গুঞ্জন। যদিও কেমন দেখতে? কেউ জানেন না।অভিনেত্রীর প্রেমিক সর্বক্ষণই মুখ ঢেকে থাকেন। প্রেমিক কেন মুখ দেখান না? অনুরাগীদের তাঁকে দেখার জন্য হা-পিত্যেশ প্রতীক্ষা! গায়কের যুক্তি, “মুখ দেখে কী হবে? আমার গান শুনুন। আমার গানকে ভালবাসুন।”

দিশার জীবনে নতুন প্রেমিক। কৃতি সেননের বোন নূপুর সেননের বিয়েতে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন দিশা। সেই বিয়েতেই দিশাকে দেখা গিয়েছিল এক যুবকের বাহুলগ্না হয়ে। হুডিতে মুখ ঢাকা সেই পুরুষ এক মুহূর্তের জন্যও দিশাকে কাছছাড়া করেননি। শোনা যাচ্ছে, দিশার থেকে বয়সে চার বছরের ছোট এই তলবিন্দর। পাঞ্জাবি গান গেয়েই বিখ্যাত তিনি। কিন্তু মুখ দেখান না তিনি, সব সময়ে মুখোশের আড়ালে থাকেন তলবিন্দর। গায়ক জানান, তিনি একেবারে সাধারণ মানুষের জীবন বাঁচতে চান। যেখানে রাস্তায় বেরিয়ে ফুচকা খেতে পারবেন, বন্ধুদের সঙ্গে ঘুরতে পারবেন। তারকা হয়ে সেই স্বাভাবিক জীবনযাপনে বিঘ্ন হোক, সেটা চান না। তাই মুখোশের আড়ালে থাকেন।

আরও পড়ুন: নতুন ওয়েব সিরিজ নিয়ে আসছেন পরমব্রত

Read More

Latest News