Saturday, September 13, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeবাংলার মুখ উজ্জ্বল করলেন জুয়েল, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

বাংলার মুখ উজ্জ্বল করলেন জুয়েল, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা: জাতীয় গেমসে সোনার পদক জিতে যেভাবে ফেব্রুয়ারিতে দেশজুড়ে প্রশংসা কুড়িয়েছিলেন, সেই ধারাই বজায় রাখলেন মালদহের তিরন্দাজ জুয়েল সরকার (Juyel Sarkar)। এবার আন্তর্জাতিক মঞ্চে আরও একবার বাংলার গৌরব বাড়ালেন তিনি।

সিঙ্গাপুরে অনুষ্ঠিত ‘আর্চারি এশিয়া কাপ ২০২৫’-এর (Archery Asia Cup 2025 Stage 2) রিকার্ভ মেনস টিম ইভেন্টে রুপোর পদক জয় করেছেন জুয়েল। ৭০ মিটার রিকার্ভ ইভেন্টে এর আগে উত্তরাখণ্ডে জাতীয় গেমসে সোনা জিতেছিলেন তিনি। সেখান থেকেই শুরু হয়েছিল জয়ের রথযাত্রা, যা এখনও চলমান।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি জারি

জুয়েলের এই সাফল্যে বেজায় খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। নিজের এক্স (X) হ্যান্ডেলে তিনি লেখেন, “জুয়েল সরকারের এই অনবদ্য কৃতিত্বে আমি তাঁকে, তাঁর পরিবার ও প্রশিক্ষকদের অভিনন্দন জানাই।”

ঝাড়গ্রামে রাজ্য সরকারের আর্চারি অ্যাকাডেমির ছাত্র জুয়েল মাত্র ১২ বছর বয়সেই বেঙ্গল আর্চারি অ্যাকাডেমিতে যোগ দিয়েছিলেন। ছোট থেকেই তাঁর লক্ষ্য ছিল একটাই—ধনুর্বিদ্যায় সেরা হওয়া। দেশের বিভিন্ন প্রতিযোগিতায় ইতিমধ্যেই বহু পদক জিতেছেন তিনি।

আর তাই ক্রীড়ামহলে এখন একটাই আলোচনা—এই বাংলার ছেলেই একদিন বিশ্বমঞ্চে দেশের গর্ব হবেন। তিরন্দাজি জগতে বাংলার জুয়েল হয়ে উঠতে চলেছেন গোটা দেশের ‘হিডেন জেম’।

দেখুন আরও খবর:

 

Read More

Latest News