Sunday, August 3, 2025
HomeScrollএক ট্রেনে কাশ্মীর টু কন্যাকুমারী
PM Narendra Modi

এক ট্রেনে কাশ্মীর টু কন্যাকুমারী

গোটা দেশের সঙ্গে রেলপথে জুড়ল শ্রীনগর

Follow Us :

ওয়েব ডেস্ক: এবার এক ট্রেনেই হবে ভারত ভ্রমণ। রেলপথে জুড়ল কাশ্মীর থেকে কন্যাকুমারী (Kashmir to Kanya Kumari)। শুক্রবার চেনাব সেতুর (Chenab Bridge) উদ্বোধনের পর কাটরা স্টেশন থেকে দু’টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দেশের বাকি অংশের সঙ্গে এবার রেলপথে জুড়ল ভূস্বর্গ। এবার থেকে মাত্র তিন ঘণ্টায় কাটরা থেকে শ্রীনগর যেতে পারবেবন পর্যটকরা। বন্দে ভারত (Bande Bharat) উদ্বোধনের পর কাটরার একটি জনসভায় উপস্থিত হন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি সমর্থকদের একথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতের একতা এবং ভারতের ইচ্ছাশক্তির বড় উৎসব। বৈষ্ণোবেদীর আশীর্বাদে আজ কাশ্মীর ভারতের রেল নেটওয়ার্কের সঙ্গে জুড়ে গেল। কাশ্মীর থেকে কন্যাকুমারী জুড়ে গেল রেলপথের মাধ্যমে। কাশ্মীর নতুন গতি পেল।’

আরও পড়ুন: ‘অরুণ জেটলিকে বলেছিলাম লন্ডন যাচ্ছি’: বিজয় মালিয়া

তিনি আরও বলেন, ‘জনগণের স্বপ্ন এখন পূরণ হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ থেকে গিয়েছিল। আমি সেগুলি সম্পন্ন করার দায়িত্ব নিজের উপর নিয়েছিলাম।’ সরকার এই দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন পূরণ করেছে বলে জানান মোদি। তিনি বলেন, ‘প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হওয়া সত্ত্বেও আমরা আমাদের প্রতিশ্রুতিতে অটল ছিলাম’।

প্রসঙ্গত, এদিন কাশ্মীরে ৪৬ হাজার কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন নরেন্দ্র মোদি। সভায় মোদির সঙ্গে ছিলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় রেলমন্ত্রীও।

দেখুন আরও খবর:

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39