Thursday, November 6, 2025
Homeএবার ‘ট্র্যাজিক ক্যুইনে’র বায়োপিকে কিয়ারা!

এবার ‘ট্র্যাজিক ক্যুইনে’র বায়োপিকে কিয়ারা!

কলকাতা: মীনা কুমারীর (Meena Kumari) আত্মজীবনী এবার রুপোলি পর্দায়। মীনা কুমারীর জীবনের উপর ভিত্তি করে বায়োপিকের ঘোষণা হইচই পড়ে গিয়েছে বলিউডে। সব ঠিকঠাক থাকলে ট্যাজেডি ক্যুইন মীনা কুমারীর বায়োপিকে কিংবদন্তি অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করবেন কিয়ারা (Kiara Advani)। মা হওয়ার পর আবারও কাজে ফিরছেন কিয়ারা আডবাণী। বিরতির পর কিয়ারার কাজে ফেরা কতটা চ্যালেঞ্জের?

ভারতীয় সিনেমার ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্রের নাম মীনা কুমারী। তাঁকে ভারতীয় সিনেমা মনে রেখেছে ‘ট্র্যাজেডি কুইন’ হিসেবে। দুঃখের দৃশ্যে তাঁর অভিনয় ছিল মনে দাগ কাটার মতো। ‘বৈজু বাওরা’, ‘পরিণীতা’, ‘সাহেব বিবি অউর গোলাম’, ‘কাজল’, ‘পাকিজ়া’র মতো ছবিতে অভিনয়ের ছাপ রেখে গিয়েছেন মীনা কুমারী। এবার রূপোলি পর্দায় আসছে ট্যাজেডি ক্যুইন মীনা কুমারীর বায়োপিক। কিংবদন্তি অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করবেন কিয়ারা। রূপোলি পর্দায় আসতে চলেছে ক্যুইন মীনা কুমারীর বায়োপিক। বিগ বাজেটের ছবি হতে চলেছে এই ছবি।

আরও পড়ুন: কখন থেকে দেখা যাবে ‘পঞ্চায়েত’-এর নতুন সিজন?

নির্মাতাদের দাবি, বলিউড ইতিহাসে অন্যতম বড় বায়োপিক হতে চলেছে এটা। শোনা যাচ্ছে, পর্দায় মীনা কুমারীর গ্ল্যামার এবং তাঁর কেরিয়ারের যন্ত্রণার কাহিনি ফুটিয়ে তুলবেন কিয়ারা। মা হওয়ার পরে কিয়ারার এটাই হতে পারে তাঁর প্রথম প্রজেক্ট। ফলে এই ছবিকে ঘিরে আগ্রহ আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে অনুরাগীদের মধ্যে। কিয়ারার বিপরীতে কামাল আমরোহির চরিত্রেকে থাকবেন এখন সেটাই দেখার বিষয়। কারণ, মীনা কুমারী আর কামাল সাহেবের সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা আর বিভেদই তো এই ছবির সবচেয়ে বড় আবেগময় মেরুদণ্ড।

অন্য খবর দেখুন

Read More

Latest News