কলকাতা: একটু সময় বের করতে পারলে ছুটি কাটাতে চলে যান অভিনেত্রী কৌশানী মুখ্যোপাধ্যায় (Koushani Mukherjee)। বেশ কিছুমাস আগেই বনির সঙ্গে ছুটি কাটিয়ে এসেছেন ইন্দোনেশিয়ায়। এবার ফের ছুটির মেজাজে নায়িকা। কোথায় গেলেন নায়িকা?
টলিউডের পাওয়ার কাপল বনি সেনগুপ্ত ও কৌশনী মুখোপাধ্যায়। রিল টু রিয়েল বনি-কৌশানী জুটি সুপারহিট। সোশ্যাল মিডিয়ায় স্টুডিয়োপাড়ার এই লাভবার্ডস খুবই সক্রিয়। সুযোগ পেলেই বনিকে সঙ্গী করে কৌশানী ঘুরতে বেরিয়ে পড়েন। একটু সময় বের করতে পারলে ছুটি কাটাতে চলে যান কৌশানী। ফের বনিকে সঙ্গী করে এবার থাইল্যান্ডে সফরে কৌশানী (Koushani Vacation Iin Thailand)।
সেখানে ভ্রমণের ফাঁকে তোলা বিভিন্ন মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন নায়িকা।এই পুজোতেই মুক্তি পাবে তাঁর নতুন ছবি ‘রক্তবীজ ২’। মুক্তির আগে শুরু হবে জোরকদমে ছবির প্রচার। তার আগে নিজের মতো করে সময় কাটাচ্ছেন। অভিনেত্রীকে দেখা গেল রোদ ঝলমলে দিনে শর্টস সঙ্গে লাল টপে পোজ দিতে। অন্য ছবিতে বনির সঙ্গে ছবি শেয়ার করেছেন।
View this post on Instagram
অন্য খবর দেখুন