ওয়েবডেস্ক- শিয়ালদহ বিভাগে (SEALDAH Division) চলবে রক্ষণাবেক্ষণের কাজ। ফলে ট্রেন (Train) বাতিল সহ একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ১৭ নভেম্বর রাত ১১টা ৪৫ মিনিট থেকে ১৮ নভেম্বর ভোর ৩টা ৩০ মিনিট পর্যন্ত মোট ২২৫ মিনিটের ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে। শিয়ালদহ ও বিধাননগর রোড স্টেশনের মধ্যে ব্রিজ নং ০১-এর লাইন নং ০৫-এ এই কাজ চলবে। পূর্ব রেল (Eastern Railway) জানিয়েছে, এই কারণে বেশ কয়েকটি ট্রেন চলাচলে পরিবর্তন আনা হয়েছে।
১৯.১১.২০২৫ তারিখে ট্রেন বাতিল:
৩২২৪৯ শিয়ালদহ – ডানকুনি লোকাল
৩২২৫২ ডানকুনি – শিয়ালদহ লোকাল
৩১৪৪৭ শিয়ালদহ – নৈহাটি লোকাল
৩১৪৫০ নৈহাটি – শিয়ালদহ লোকাল
সংক্ষিপ্ত সমাপ্তি
৩১৫৪২ শান্তিপুর – শিয়ালদহ লোকাল ১৯.১১.২০২৫ তারিখে ব্যারাকপুরে যাত্রাপথ সংক্ষিপ্ত সমাপ্তি করা হবে
৩১৫১১ শিয়ালদহ – শান্তিপুর লোকাল ২০.১১.২০২৫ তারিখে ব্যারাকপুর থেকে সংক্ষিপ্ত সমাপ্তি করা হবে।
তাছাড়া, ১৩১০৬ বালিয়া – শিয়ালদহ এক্সপ্রেস (১৯.১১.২০২৫ তারিখে শুরু হওয়া যাত্রা) ২০.১১.২০২৫ তারিখে ৯০ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে।
৫৩১৭১ শিয়ালদহ – লালগোলা প্যাসেঞ্জার ২০.১১.২০২৫ তারিখে ০৩:৪৫ টার পরিবর্তে ০৪:১৫ টায় শিয়ালদহ থেকে ছেড়ে যাবে।
আরও পড়ুন- এবার নতুন এসি লোকাল শিয়ালদহ কল্যাণী শাখায়, কত ভাড়া জানেন?
ফলে ভোগান্তির শিকার হতে পারেন নিত্যযাত্রীরা। কারণ প্রতিদিনই শিয়ালদহ দিয়ে বহু অফিস যাত্রী থেকে হকারদের যাতায়াত। ট্রেনের গতিপথ সংক্ষিপ্ত ও ট্রেন বাতিলের কারণে সমস্যা বাড়তে পারে। ফলে ট্রেনের সঠিক টাইম টেবিল অনুসরণ করে দিনের যাত্রা শুরু করতে হবে।
দেখুন আরও খবর-







