Thursday, August 28, 2025
HomeScroll'বাংলার জন্য নেই কিছুই', বাজেট নিয়ে বিস্ফোরক অভিষেক

‘বাংলার জন্য নেই কিছুই’, বাজেট নিয়ে বিস্ফোরক অভিষেক

কলকাতা: অষ্টম বারের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। তৃতীয়বারের জন্য মোদী সরকারের (Modi Sarkar) প্রথম পূর্ণাঙ্গ বাজেট। মধ্যবিত্তের জন্য কী বরাদ্দ করবেন সীতারামন? এদিন মধ্যবিত্তের জন্য ছিল একগুচ্ছ বড় ঘোষণা। কিন্তু সেই বাজেট (Budget 2025) নিয়ে বিস্ফোরক তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সভাপতি, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যয়ের (MP Abhishek Banerjee)।

আরও পড়ুন: কৃষি আয় বাড়াতে আসছে ‘পিএম ধনধান্য কৃষি যোজনা’

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ”বাজেটে সাধারণ মানুষের জন্য নেই কিছু। বিহারের নির্বাচনের কোথা ভেবে বিহারকেই সবকিছু দেওয়া হয়েছে। বিজেপি ক্ষমতায় আসার পর বাংলাকে কিছুই দেওয়া হয়নি।” নির্মলা সীতারমনের বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।”

দেখুন আরও খবর:

Read More

Latest News