Sunday, January 18, 2026
HomeScrollডিসাইডার ম্যাচে বাদ প্রসিদ্ধ কৃষ্ণ! দলে ফিরলেন তারকা বোলার
India vs Newzeland oneday series 2026

ডিসাইডার ম্যাচে বাদ প্রসিদ্ধ কৃষ্ণ! দলে ফিরলেন তারকা বোলার

শেষ ম্যাচে প্রসিদ্ধ কৃষ্ণকে বসিয়ে দিল ভারতীয় শিবির

ওয়েব ডেস্ক : রবিবার ইন্দোরে শুরু হয়েছে ভারত ও নিউজিল্যান্ডের (India vs Newzeland oneday series 2026) মধ্যে সিরিজের শেষ ম্যাচ। তিন ম্যাচের ওডিআই সিরিজে একটি করে ম্যাচ জিতেছে দুই দল। ফলে এদিন ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ দুই দলের কাছেই। আর শেষ ম্যাচে প্রসিদ্ধ কৃষ্ণকে (Prasidh Krishna) বসিয়ে দিল ভারতীয় শিবির (Team India)। তার জায়গায় দলে এলেন তারকা বোলার।

এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক শুভমন গিল। কারণ গত ম্যাচে প্রথমে ব্যাটিং করে বেশি রান তুলতে পারেনি ভারত। অন্যদিকে সেদিন দারুণ ব্যাটিং করেছিলেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। ফলে সেই ম্যাচ অনায়াসে জিতে নেয় কিউয়িরা। তবে সেই ম্যাচে মাত্র তিনটি উইকেট পেয়েছিলেন ভারতীয় বোলাররা। তা যেন ডিসাইডার ম্যাচে না হয়, তার জন্য দলে পরিবর্তন করা হল। প্রসিদ্ধ কৃষ্ণর জায়গায় প্রথম একাদশে জায়গা পেলেন অর্শদীপ সিং (Arshdeep Singh)।

আরও খবর : ম্যাচ স্থানান্তরিত করা হোক! ICC প্রতিনিধিদের জানাল BCB

অন্যদিকে, সিরিজের প্রথম ও দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েছিলেন প্রসিদ্ধ। প্রথম ম্যাচে ২ উইকেট নিয়ে ছিলেন তিনি। কিন্তু দিয়েছিলেন অনেক রান। দ্বিতীয় ম্যাচেও পেয়েছিলেন ১ উইকেট। কিন্তু রান আটকাতে পারেননি তিনি। সেই কারণে ভারত ও নিউজিল্যান্ড ডিসাইডার (India vs Newzeland oneday series 2026) ম্যাচে তাঁকে বসিয়ে অর্শদীপের উপর ভরসা দেখাল ভারতীয় শিবির।

দেখে নেওয়া যাক ভারতের একাদশে কারা কারা রয়েছেন….

রোহিত শর্মা, শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, রবীন্দ্র জাডেজা, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ

দেখুন অন্য খবর :

 

Read More

Latest News