ওয়েব ডেস্ক: যাত্রী নিরাপত্তা, পরিষেবা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে এক নতুন দিগন্ত খুলল ইস্ট কোস্ট রেলওয়ে (East Coast Railways)। বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশনে প্রথমবারের মতো হিউম্যানয়েড রোবট ‘ASC ARJUN’ চালু করল রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF)। ভারতীয় রেলের ইতিহাসে এই ধরনের হিউম্যানয়েড রোবটের ব্যবহার এই প্রথম।
শুক্রবার বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশনে রোবটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন RPF-এর ইন্সপেক্টর জেনারেল শ্রী অলোক বোহরা এবং ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্রী ললিত বোহরা। উপস্থিত ছিলেন সিনিয়র ডিভিশনাল সিকিউরিটি কমান্ড্যান্ট শ্রী এ কে দুবে।
আরও পড়ুন: ক্রোয়েশিয়ায় ভারতীয় দূতাবাসে হামলা! কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির
RPF-এর আধুনিকীকরণ ও ডিজিটাল ট্রান্সফরমেশন কর্মসূচির অংশ হিসেবে এই হিউম্যানয়েড রোবটটি মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা নজরদারি, যাত্রী সহায়তা, ভিড় নিয়ন্ত্রণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ এবং নিরাপত্তা সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ‘ASC ARJUN’।
বিশেষভাবে উল্লেখযোগ্য, এই রোবটটি সম্পূর্ণভাবে বিশাখাপত্তনমেই দেশীয় প্রযুক্তিতে তৈরি। এক বছরেরও বেশি সময় ধরে শ্রী এ কে দুবের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল এই অত্যাধুনিক প্রযুক্তি উন্নয়নে কাজ করেছে।
রোবটটির অন্যতম বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ফেস রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে অনুপ্রবেশকারী শনাক্তকরণ, AI-ভিত্তিক ভিড় বিশ্লেষণ, আগুন ও ধোঁয়া শনাক্তকরণ, এবং ২৪ ঘণ্টা প্ল্যাটফর্ম টহল। ইংরেজি, হিন্দি ও তেলুগু ভাষায় স্বয়ংক্রিয় ঘোষণা দিয়ে যাত্রীদের সচেতন করবে এই রোবট। পাশাপাশি ‘নমস্কার’ ও RPF কর্মীদের স্যালুটের মতো সাংস্কৃতিক ভঙ্গিও রয়েছে এতে।
RPF-এর আইজি অলোক বোহরা জানান, ‘ASC ARJUN’ চালু হওয়া ভারতীয় রেলে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে এক মাইলফলক। এর মাধ্যমে যাত্রী অভিজ্ঞতা আরও উন্নত হবে এবং নিরাপত্তা ব্যবস্থাও আরও শক্তিশালী হবে।






