Friday, August 22, 2025
HomeScrollদিল্লি ভোটের দিনে সঙ্গমে পুণ্যস্নান প্রধানমন্ত্রীর

দিল্লি ভোটের দিনে সঙ্গমে পুণ্যস্নান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: দিল্লি ভোটের (Delhi Poll) দিনই কুম্ভে (Mahakumbh 2025) মোদি। প্রধানমন্ত্রীর (prime minister) সফর নিয়ে তুঙ্গে চর্চা। এদিন সঙ্গমে ডুব দেবেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। মেলা চত্বরে জওয়ানে জওয়ানে ছয়লাপ। বাড়ানো হয়েছে নিরাপত্তা।

আরও পড়ুন: সন্তানের নথিতে মায়ের নাম থাকবে, জনস্বার্থ মামলার সুপ্রিম নিষ্পত্তি

বুধবার ১০টা নাগাদ বিশেষ বিমানে প্রয়াগরাজ বিমানবন্দরে পৌঁছবেন নরেন্দ্র মোদি। সেখান থেকে নৈনির দিল্লি পাবলিক স্কুল মাঠে অবতরণ করবেন ৷ বেলা ১০টা ৪৫ মিনিটে পৌঁছবেন আড়িয়াল ঘাটে। সেখান থেকে সঙ্গম নাকে পৌঁছবেন প্রধানমন্ত্রী ৷

কুম্ভমেলা চত্বর ১১টা থেকে ১১টা পর্যন্ত সংরক্ষিত থাকবে। স্নানের পর বিশিষ্ট কয়েকজন সাধু ও ঋষিদের সঙ্গে দেখা করবেন না। দুপুর ১২. ৩০ নাগাদ একই পথে দিল্লি ফিরবেন। মহাকুম্ভে আড়াই ঘণ্টা থাকবেন প্রধানমন্ত্রী ৷ সূত্রের খবর, এবার প্রয়াগরাজ সফরে তিনি সম্প্রীতির বার্তা দিতে পারেন।

দেখুন আরও খবর:

Read More

Latest News