Friday, September 26, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollহরিপুর পদ্মপুকুর ইউথ ক্লাবের পুজো উদ্বোধন করলেন রাইমা সেন
puja story

হরিপুর পদ্মপুকুর ইউথ ক্লাবের পুজো উদ্বোধন করলেন রাইমা সেন

১০৬ বছরে পদার্পণ করল পুজো, মায়ের গায়ে ৫০০ ভরি সোনার গহনা

প্রিয় মুখার্জী, বারুইপুর: হরিপুর (Haripur) পদ্মপুকুর ইউথ ক্লাবের পুজো (Padmapukur Youth Club Puja) ১০৬ বছরে পা রাখল। এবারে তাদের দুর্গা মা এর গায়ে ৫০০ ভরি সোনার গহনা। মণ্ডপ উদ্বোধন করলেন চলচ্চিত্র শিল্পী রাইমা সেন (Artist Raima Sen) 

বারুইপুর পদ্মপুকুর ইয়ুথ ক্লাবের সার্বজনীন দুর্গোৎসবের সঙ্গে মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। এবারে তাদের ভাবনা পরম্পরা। বাঙালির ঐতিহ্য ও পরম্পরাকে বজায় রাখতেই এবারের তাদের ভাবনা ‘পরম্পরা’।

আরও পড়ুন-  চিল্কিগড় রাজবাড়ির কুলদেবী কনক দুর্গার পুজো

 

বাঙালির পরম্পরাকে মণ্ডপে বাস্তবায়িত করেছেন প্রখ্যাত শিল্পী গৌরাঙ্গ কুইল্লা। এবারের তাদের বিশেষ আকর্ষণ ৫০০ ভরি আসল সোনার গহনায় সুসজ্জিত দুর্গা মা। আজ ফিতে কাটার মধ্যে দিয়ে মণ্ডপের দ্বার উদঘাটন করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়, যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ ও বলিউড ও টলিউডের  চলচ্চিত্র অভিনেত্রী রাইমা সেন।

দেখুন আরও খবর-

Read More

Latest News