কলকাতা: ফাল্গুনের শেষে গরম বৈশাখের মত। ইতিমধ্যেই কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছুঁইছুঁই, অন্যদিকে জেলায় তো প্রায় ৪০ ডিগ্রি। সবমিলিয়ে মার্চের মাঝামাঝিতেই রাজ্যজুড়ে নাজেহাল অবস্থা। তবে এরই মাঝে স্বস্তির বৃষ্টি কলকাতায়।
আরও পড়ুন: ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে কলকাতায় নামতে চলেছে ঝেঁপে বৃষ্টি
কলকাতা সহ রাজ্য জুড়ে রবিবাসরীয় বিকেলবেলা মিলল স্বস্তির বৃষ্টি। রাত আটটা নাগাদ কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ নামল ঝেঁপে বৃষ্টি। যার জেরে তীব্র দাবদহ থেকে কিছুটা হলেও মিলল মুক্তি।
অন্যদিকে বাঁকুড়াতে হল শিলাবৃষ্টি। তবে সেই শিলাবৃষ্টির জেরে রয়েছে আলু চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা। তবে আপাতত ভ্যাপসা গরম থেকে রাতটুকু একটু হলেও মিলল মুক্তি। তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, এবার ব্যাপক হারে গরম পরতে চলেছে। কোনভাবেই সেই তীব্র দহন জ্বালা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই।
দেখুন অন্য খবর