Friday, October 10, 2025
HomeScrollরাজ্যজুড়ে চলবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, সতর্কবার্তা দিল হাওয়া অফিস

রাজ্যজুড়ে চলবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, সতর্কবার্তা দিল হাওয়া অফিস

রাজ্যে ফের সক্রিয় মৌসুমী অক্ষরেখা

কলকাতা: পশ্চিমবঙ্গ জুড়ে আগামী কয়েকদিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর (IMD)। মৌসুমি অক্ষের সক্রিয় প্রভাবে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হয়েছে, আর আগামী সপ্তাহের শুরুতে আরও এক দফা ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে (Weather Update Kolkata)।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতার একাধিক এলাকায় ইতিমধ্যেই টানা বৃষ্টিতে জল জমেছে।

আরও পড়ুন: গ্রিন, অরেঞ্জ, ইয়েলো! জেনে নিন নতুন মেট্রো পরিষেবার সমস্ত খুঁটিনাটি  

গতকাল রাত থেকে শহরে আকাশ ভেঙে বৃষ্টি নামার ফলে বালিগঞ্জ, যোধপুর পার্কসহ বিভিন্ন পাড়ায় জল জমে যায়। ফলে যানজট এবং সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। আজ সকাল থেকেও আকাশ মেঘলা থাকায় দিনের বেলায় সূর্যের দেখা পাওয়ার সম্ভাবনা কম।

আবহাওয়া  দফতর জানিয়েছে, শনিবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির তীব্রতা মাঝারি থাকলেও সোমবার থেকে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ওই সময়ে দক্ষিণবঙ্গের কিছু এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করা হয়েছে। এর সঙ্গে বজ্রপাতের ঘটনাও ঘটতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, টানা বৃষ্টিতে নদী ও খালবিলের জলস্তর দ্রুত বাড়তে পারে। ফলে নিম্নাঞ্চল এবং শহুরে এলাকায় জলাবদ্ধতা আরও প্রকট হতে পারে। ইতিমধ্যেই কলকাতা ও আশপাশের জেলায় প্রশাসন সতর্কবার্তা জারি করেছে। সব মিলিয়ে, আগামী কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গে মাঝারি থেকে ভারী বর্ষণ চলবে বলেই স্পষ্ট ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। এর প্রভাবে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News