Friday, November 28, 2025
HomeScrollঅতিভারী বৃষ্টি ও গঙ্গার ভাঙন জোড়া চাপে দিশেহারা সান্যালচরের বাসিন্দারা
Nadia

অতিভারী বৃষ্টি ও গঙ্গার ভাঙন জোড়া চাপে দিশেহারা সান্যালচরের বাসিন্দারা

গঙ্গার ভাঙন ও অতিবৃষ্টিতে বিপর্যস্ত সান্যালচর, আতঙ্কে গ্রামবাসী

নদীয়া: অতিবৃষ্টি, গঙ্গার ভাঙন এবং বাঁধের জল- এই তিনের সাঁড়াশি আক্রমণে দিশেহারা নদীয়ার (Nadia) সান্যালচরের (Sanyalchar) বাসিন্দারা। গতবছরই গঙ্গার জলে ভেসে গিয়েছিল চাষের জমি, ভিটেমাটি। এবারও সেই ভয় আবার ফিরে এসেছে নদীতীরবর্তী এই অঞ্চলে (District news)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টানা তিন মাস ধরে অতিবৃষ্টি ও বাঁধের ছাড়া জল পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। গঙ্গার ভাঙনে অস্থায়ী শিবতলা ঘাট ভাঙনের কবলে পড়েছে।

আরও পড়ুন: রানাঘাটে কর্মী সমর্থকদের একত্রিত হওয়ার বার্তা জয়প্রকাশ মজুমদারের

শনিবার সকাল থেকেই বইছে ঝোড়ো হাওয়া, আর বিকেল থেকে উত্তাল গঙ্গা দেখে স্থানীয়দের মুখে একটাই কথা — ‘দীঘার সমুদ্র মনে হচ্ছে।’ ভয়ে মৎস্যজীবীরা নদীতে নামতে পারছেন না। ফলে জীবিকার সঙ্কটে পড়েছেন তাঁরা।

চাষের জমি জলে ডুবে থাকায় এখন অপেক্ষায় কৃষকেরা—“কবে জল নামবে, কবে আবার মাঠে ফিরব”। গঙ্গার ধারে অস্থায়ী দোকানদারদেরও এখন চিন্তা—কবে আবার দোকান সরাতে হবে নদীর ভাঙনের মুখে।

দেখুন আরও খবর:

Read More

Latest News