Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeস্নানের পর কেমন লাগছে রুকমাকে? দেখুন বোল্ড ছবি

স্নানের পর কেমন লাগছে রুকমাকে? দেখুন বোল্ড ছবি

কলকাতা: ছোট পর্দা থেকে অনেকদিন দূরে, শেষ রুকমা রায়কে (Rooqma Ray) দেখা গিয়েছিল হইচইয়ের একটি ওয়েব সিরিজে। লাইট ক্যামেরা অ্যাকশন থেকে দূরে দেশ-বিদেশে ঘুরে বেড়াচ্ছেন রুকমা। বেড়াতে প্রচণ্ড ভালোবাসেন অভিনেত্রী। সুযোগ পেলেই বেরিয়ে পড়েন। রুকমার সঙ্গে থাকেন অভিনেত্রীর বান্ধবীদের ‘গার্লস গ্যাং’। এবারেও সদ্য জর্জিয়া ঘুরে ফিরেছেন কলকাতায়। বিদেশে ঘুরতে গিয়েছিলেন তিনি আর সেখান থেকেই সাহসী অবতারে ধরা দিলেন অভিনেত্রী রুকমা (Rooqma Ray Bold Picture Viral)। না দেখলে কিন্ত মিস করবেন। অভিনেত্রীর ছবি দেখে মনে হচ্ছে যেন সদ্য স্নান করে সূর্যের আলোয় বসেছেন।

অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়েছেন রুকমা রায়। অভিনেত্রী জানিয়েছেন, ‘কাজের কথা চলছে। মনের মতো চরিত্র পছন্দ হচ্ছে না। আমি কিন্তু বসে নেই। নিয়মিত শরীরচর্চা করে ওজন ঝরাচ্ছি। পাশাপাশি, নানা জায়গায় টানা মঞ্চানুষ্ঠান করছি। অনেক দিন বাইরে যাইনি। তাই বেরিয়ে পড়লাম…’। সম্প্রতি জর্জিয়া ঘুরতে গিয়েছিলেন অভিনেত্রী রুকমা। সেখান থেকেই বোল্ড অবতারে ধরা দিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠল। রুকমার সাহসী রূপ দেখে চোখের পাতা পড়ছেনা পুরুষ অনুরাগীদের। রুকমা যে ছবিগুলো শেয়ার করেছেন, তাতে দেখা গিয়েছে, সাদা বাথরোব পরে আছেন রুকমা, সঙ্গে মাথায় জড়ানো সাদা তোয়ালে। চোখে সানগ্লাস, হাতে কফির কাপ নিয়ে বারান্দায় বসে আছেন। মনে হচ্ছে যেন তিনি সদ্য স্নান করে সূর্যের তাপে নিজেকে উষ্ণ করছেন। খোলা উরুদেশ দেখানো দুই পা। রুকমার এই সাহসী ছবি উষ্ণতা বাড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন:ভ্যাকেশন মুডে রাজ-শুভশ্রী, কোথায় গেলেন?

 

View this post on Instagram

 

A post shared by Rooqma Ray (@rayrooqma)

 অন্য খবর দেখুন

Read More

Latest News