Thursday, August 28, 2025
HomeScrollফুচকা খেতে গিয়ে গুনতি ভুললেন শ্রদ্ধা!

ফুচকা খেতে গিয়ে গুনতি ভুললেন শ্রদ্ধা!

ওয়েব ডেস্ক: কম বেশি সকল সেলিব্রেটিই ফিটনেস কনসিয়াস। বাইরের খাবার তো নৈব নৈবচ। কড়া ডায়েটের মধ্যেই থাকেন তাঁরা। তবে এবার ডায়েট ভুলে ফুচকায় মজলেন বলি সেলেব শ্রদ্ধা কাপুর। শুধু তাই নয়, ছবির ক্যাপশনে লিখলেন ফুচকা খেতে গিয়ে তিনি ভুলে গেলেন ফুচকার গুণতি। কোথায় এমন কান্ড করে বসলেন নায়িকা?

 

View this post on Instagram

 

A post shared by Shraddha ✶ (@shraddhakapoor)

আরও পড়ুন: নাগা সন্ন্যাসী বেশে মহাকুম্ভে শিব ভক্ত তামান্না 

বিয়ের মরশুম। ইতিউতি সকলেই মেতেছেন এই মরশুমে। বাদ নেই বলি তারকা শ্রদ্ধা কাপুরও। তবে এবার বিয়ে বাড়ি গিয়ে করে বসলেন এক কান্ড। ডায়েট ভুলে মজলেন ফুচকাতে। সঙ্গে ক্যাপশনে লিখলেন তিনি এত ফুচকা খেয়েছেন যে ফুচকার গুণতি ভুলে গেছেন, কিন্তু তারপরেই মনে তাঁর মনে পড়েছে বিয়ে বাড়িতেতো আনলিমিটেড ফুচকা পাওয়া যায়। সোনালী রঙের সারারা ড্রেসে অপরুপা লাগছিল তাঁকে। সঙ্গে ম্যাচিং জুয়েলারী। এর আগেও বহুবার শ্রদ্ধাকে সাধারণের মত করে থাকতে দেখা গেছে। কখনও অটোতে চেপে ঘুড়ে বেড়িয়েছেন, আবার কখনও ঘরোয়া ড্রেস পরে বাড়ির বাইরে দেখা দিয়েছেন। আর প্রত্যেক বারের মত এবারও তাঁর এই সিম্পলিসিটি মন জয় করেছে সকলের।

দেখুন অন্য খবর

Read More

Latest News