Home Scroll প্রকাশ পেল @ফলোয়ার্স’এর ট্রেলার

প্রকাশ পেল @ফলোয়ার্স’এর ট্রেলার

কলকাতা: ফলোয়ার্স এই কথার মানে আলাদা করে আজ কাল আর কাউকে বোঝাতে হবে না। স্যোশাল মিডিয়ার সামাজিক মাধ্যমে বোল্ড শুট বা রিলসের মাধ্যমে ফলোয়ার্স (Followers) বাড়ানোর দিকে। ভুয়ো রগরগে খবর ছড়িয়ে ফলোয়ার্স বাড়ানোর আজকাল নতুন কিছু নয়। এমনকি বড় বড় ছবি নির্মাতা সংস্থায় নতুন নতুন ট্রিক খোঁজ সিনেমার ফলোয়ার্স বাড়ানোর জন্য। শুনতে একটু অবাক লাগবে এবার আসছে ‘@ফলোয়ার্স’। পরিচালক রাজদীপ ঘোষের নতুন ওয়েব সিরিজ ‘@ফলোয়ার্স’। সদ্য মুক্তি পেল এই সিরিজের ট্রেলার। প্রকাশ্যে চরিত্রেদের প্রথম ঝলক। এমনই এক গল্প নিয়ে তৈরি হয়েছে নতুন বাংলা ওয়েব সিরিজ ‘@ফলোয়ার্স’।

আরও পড়ুন: ফের প্রেক্ষাগৃহ মুক্তি পেতে চলেছে পদ্মাবত

এই সিরিজের হাত ধরেই ওয়েব দুনিয়ায় পা রাখছেন অভিনেত্রী সোহিনী গুহ রায় (Sohini Guha Roy)। এছাড়াও রয়েছেন শান্তিলাল মুখার্জি, ইন্দ্রাশিষ রায় (Indrasish Roy), সোহিনী গুহ রায়, অম্লান মজুমদার, সামিউল আলাম এবং স্যান্ডির মতো অভিনেতারা। কাহিনী চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অম্লান মজুমদার। অভিনেত্রী সোহিনী গুহ রায়ের চরিত্রের নাম হিয়া। হিয়া আবার ‘লক্ষ্মী’ সিরিয়ালের সুপারহিট নায়িকা। তবে তারও আজকাল বেশি ঝোঁক পড়েছে স্যোশাল মিডিয়ার মাধ্যমে বোল্ড শুট বা রিলসের মাধ্যমে ফলোয়ার্স বাড়ানোর দিকে। প্ল্যান করে সোশাল মিডিয়াতে তাঁর মৃত্যুর ভুল খবর প্রকাশ করবে ৷ হিয়ার কাণ্ড কারখানায় বিরক্ত বাড়ির লোকও ৷ এমনকী, হিয়ার অনুগামী অনিন্দ্যও। পাহাড়ের এক হোটেলে গা ঢাকা দেন হিয়া। তারপর কী কী ঘটবে? জানতে হলে দেখতে হবে @ফলোয়ার্স…

The spotlight that warms you can also burn you.?❤️‍?

The spotlight that warms you can also burn you.?❤️‍?
Direction: Rajdeep Ghosh
Story, Screenplay & Dialogues: Amlan Majumder
Casts: Shaantilal Mukherjee Indrasish Roy Sohini Guha Roy Amlan Majumder Samiul Alam Sandip Rong & Others
#Klikk @followers

Posted by KLIKK on Tuesday, January 21, 2025

 

অন্য খবর দেখুন