ওয়েবডেস্ক- কোয়না এক্সপ্রেস (Koyna Express) ও সায়নগর শিরডি এক্সপ্রেসে (Sainagar Shirdi Express) পাথর ছোঁড়ার (Stones Pelted) ঘটনায় আহত যাত্রী (Injured Passenger)। তাঁর চোখে আঘাত লেগেছে বলে খবর। প্রথম ঘটনাটি ঘটে অম্বরনাথ রেলওয়ে স্টেশনের কাছে কোয়না এক্সপ্রেসে। অপর ঘটনাটি ঘটে আর সায়নগর শিরডি এক্সপ্রেসে, বঙ্গনীর কাছে আক্রমণের ঘটনা ঘটে। সোমবার কল্যাণ-কারজাত রুটে দুটি এক্সপ্রেস ট্রেনে পাথর ছুঁড়ে দুর্বৃত্তরা, এদের মধ্যে নাবালকরাও রয়েছে।
রেল কর্মকর্তারা জানিয়েছেন যে মুম্বাইগামী (Mumbai) সাইনগর শিরডি এক্সপ্রেস যখন অম্বরনাথ স্টেশনের কাছে এস১ কোচে পাথর ছোঁড়ে দুষ্কৃতীরা। এই ঘটনায় ট্রেনের জানালার কাচ ভেঙে যায়। ট্রেনটি যখন দাদর দিয়ে যাচ্ছিল, তখন বাদলাপুর আরপিএফকে বিষয়টি জানানো হয়। এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।
মুম্বাইয়ের শহরতলির রেল যাত্রায় প্রায় প্রতিদিনই ছোঁড়ার ঘটনা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। যা যাত্রীদের কাছে গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় রেল এই ধরনের ঘটনা রুখতে একাধিক ব্যবস্থা নিয়েছে। জানলায় লোহার গ্রিল দেওয়া হয়েছে। কিন্তু তাও কোনও সুরাহা হয়নি। গত মাসেও হারবার লাইনে একইভাবে পাথর ছোঁড়ার ঘটনায় তিনজন মহিলা আহত হয়েছিলেন। ২৬ সেপ্টেম্বর, রে রোড স্টেশনের কাছে সিএসএমটি-গোরেগাঁও ধীর লোকালয়ে পাথরের আঘাতে ২৮ বছর বয়সী শিবানীর মাথায় আঘাত লাগে।
আরও পড়ুন- সুপ্রিম কোর্টের বড় রায়! সাক্ষীর কাছ থেকেও নেওয়া যাবে কণ্ঠস্বরের নমুনা
এর আগে, ১৮ সেপ্টেম্বর, ৩৯ বছর বয়সী অনুরাধা সাভ ওয়াডালার কাছে চোখে আঘাত পান। ১৫ সেপ্টেম্বর, কটন গ্রিন এবং রে রোড স্টেশনের মাঝখানে ২১ বছর বয়সী এক মহিলার মুখে আঘাত লাগে। প্রায় প্রতিবছর ৩০টি মামলা দায়ের হয়। তবে পশ্চিম রেলওয়ের মুম্বাই সেন্ট্রাল ডিভিশনে এই ধরনের মামলার সংখ্যা তুলনামূলকভাবে কম। পশ্চিম রেলওয়েতে, মাহিম, বান্দ্রা, কান্দিভালি এবং ভিরারের বাইরের এলাকা থেকে প্রায়শই দুর্ঘটনার খবর পাওয়া যায়। হারবার লাইনে, ডকইয়ার্ড রোড এবং মানখুর্দের মধ্যে মামলা দায়ের করা হয়েছে, অন্যদিকে মূল লাইনে, কালওয়া, মুম্ব্রা, দিভা এবং কল্যাণের বাইরের এলাকায় ঘন ঘন পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছে।
দেখুন আরও খবর-