কলকাতা: বলিউডে সেন্সুয়াল ডান্সার অভিনেত্রী নোরা ফাতেহির (Nora Fatehi) নাম জানা নেই এমন খুব কম লোক পাওয়া যাবে। নোরা তার ডান্সের জন্য বিখ্যাত বলিউডে। অভিনেত্রী প্রায়শই তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শর্ট ভিডিও প্রকাশ করে থাকে। এবার সমুদ্র তটে শরীরী আবেদনে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন নোরা ফতেহি।
গত কয়েক বছর ধরে নোরা ফাতেহির ভক্ত সংখ্যা অনেক বেড়েছে। এই অভিনেত্রীর অসাধারণ নাচে সকলের নজর কেড়েছেন। তার নাচের চাল হোক বা ফ্যাশনেবল লুক সবেতেই অনুরাগীরা মুগ্ধ। তার ভক্তরা নোরার ছবি এবং ভিডিওতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। নোরা তাঁর ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। ছবি দেখে বোঝাই যাচ্ছে সমুদ্রের পাড়ে একান্তে সময় উপভোগ করছেন। ছবিতে দেখা যাচ্ছে রোদ ঝলমলে দিন আর সামনে দিগন্ত বিস্তৃত নীল সমুদ্র। আকাশ আর সমুদ্র মিলেমিশে একাকার। সেখানে নীল রঙের মিনি স্কাট ও ক্রপটপ পড়ে নোরা। অভিনেত্রীর বোল্ডনেস ও শরীরী আবেদনে কুপকাত নেটপাড়া।
View this post on Instagram
আরও পড়ুন: পুজোয় আসছে ‘রক্তবীজ ২’, মুক্তি পেল প্রেমের গান ‘দিওয়ানা বানাইসেন’
অন্য খবর দেখুন