Wednesday, September 10, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeদেবের সোয়্যাগে বিভোর তরুণীরা, দেখুন সুপারস্টারের সুপার লুক

দেবের সোয়্যাগে বিভোর তরুণীরা, দেখুন সুপারস্টারের সুপার লুক

কলকাতা: কখনও ক্লিনসেভ লুকে আবার কখনও বা একমুখ দাড়ি, তো কখনও জলে ভেজা পেশিবহুল শরীর নিয়ে একের পর এক ছবি পোস্ট করে সাড়া ফেলে দিয়েছেন দেব (Dev)। এইসবের মাঝে সোশ্যাল মিডিয়ায় ফের নিজের রাফ এন্ড টাফ লোকের ছবি শেয়ার করলেন অভিনেতা।

সুপারস্টারের পোস্ট থেকে চোখ সরানোর কোনও উপায় নেই। দেবের ছবি দেখে থমকে দিয়েছেন তন্বীরা।

আরও পড়ুন: আমিরের ‘সিতারে জমিন পর’ দেখলেন আরও দুই খান

রাফ অ্যান্ড টাফ লুকে নেটপাড়া কাঁপাচ্ছেন দেব। কিছুদিন আগে দেখা গিয়েছিল বিছানায় শার্টলেস অবস্থায় দেব। আবার কখনও বা পুলের জলে। কালো বাথরবে কফি খাওয়ার স্টাইল পোজ দিয়েছেন সুপারস্টার। এবার নতুন ফটোশুটে বাজিমাত করলেন দেব। সোশ্যাল মিডিয়া এখন দেবময়। একের পর ছবি পোস্ট করে তরুণীদের মনে ঝড় তুলেছেন অভিনেতা। আর এইসবের মাঝে সোশ্যাল মিডিয়ায় দেব ফের নিজের ছবি পোস্ট করে মহিলাদের রাতের ঘুম ওড়ালেন।

দেবের পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে, পেশিবহুল শরীর, সাদা নেটের টি-শার্ট এক মুখ দাড়ি (Devs Bearded Look)। চোখে দৃষ্টি কঠিন। একথায় দেবের জলবা দেখে মাথা ঘুরে যাবে মহিলা ভক্তদের। দেবের একের পর এক ছবি ঘুম উড়েছে নেটিজেনদের। এই ভিডিও পোস্ট করে দেব তাঁর ক্যাপশনে চিরাচরিত কথাই লেখেন। এই ভিডিও পোস্ট হতেই দেবের ফ্যানেরা কমেন্ট বক্স ভরিয়ে দেন। ইনস্টাগ্রামে এই ভিডিওর ভিউ হয়েছে এখনও পর্যন্ত ৫২ হাজারের বেশি।

অন্য খবর দেখুন

Read More

Latest News