পশ্চিম মেদিনীপুর: পুরুলিয়া থেকে ফেরার পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনার প্রতিবাদে চন্দ্রকোনা থানায় (Chandrakona Police Station) ধরনায় বসেছেন শুভেন্দু। অভিযোগ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে শুভেন্দু অধিকারী যখন ক্রস করছিল সেই সময় বিজেপির কিছু কর্মী সমর্থক তাকে অভ্যর্থনা জানানোর জন্য রাস্তায় জমায়েত হয়েছিল উল্টোদিকে তৃণমূলের কর্মী সমর্থকরা জমা হয় ঘিরে ধরে আক্রমণ করে। ঘটনাস্থলে চন্দ্রকোনা পুলিশে চলে আসে। ঘটনার প্রতিবাদে থানায় অবস্থানে বসে বিরোধী দলনেতা। শুভেন্দু দাবি, যতক্ষণ পর্যন্ত না দোষীদের গ্রেফতার করা হবে ততক্ষণ তিনি অবস্থান বিক্ষোভ করবেন।
মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে বিরোধী দলনেতার কনভয়ে হামলা। তাঁর অভিযোগ, “১২-১৫ জন তাঁর গাড়িতে হামলা চালিয়েছে। পুলিশের মদতেই এই হামলা হয়েছে।” হামলাকারীদের গ্রেফতারের দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করেন। তিনি বলেন, “পুলিশের মদতেই এই হামলা হয়েছে।” আইসির রুমে বসে থাকেন তিনি। বলেন, যতক্ষণ পর্যন্ত না দোষীদের গ্রেফতার করা হবে, ততক্ষণ তিনি অবস্থান বিক্ষোভ করবেন।
আরও পড়ুন: দমদমে ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক! বনগাঁ–হাসনাবাদ শাখায় বাতিল একাধিক লোকাল







