ওয়েব ডেস্ক : ভয়াবহ পরিস্থিতি উত্তরবঙ্গে (North Bengal)। টানা বৃষ্টিতে ভেসে গিয়েছে একাধিক জেলা। শনিবার রাতভর প্রবল বর্ষণে ধস নেমেছে একাধিক জায়গায়। এর জেরে একাধিক মানুষ প্রাণ হারিয়েছেন বলে খবর। বন্ধ বহু রাস্তাও। জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। হোটেলগুলিতে আটকে রয়েছেন পর্যটকরা। অন্যদিকে দার্জিলিংয়ে (Darjeeling) ধস নেমে মৃত্যু হয়েছে ৪ জনের। এবার তা নিয়ে শোকপ্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমত শাহ (Amit Shah)।
তিনি নিজের এক্স হ্যান্ডেলে এ নিয়ে পোস্ট করে লিখেছেন, “দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাতের কারণে প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” সঙ্গে তিনি বলেন, “দার্জিলিং-এর সাংসদ রাজু বিস্তা-র সঙ্গে কথা বলেছি এবং পরিস্থিতি পর্যালোচনা করেছি। NDRF-এর দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং প্রয়োজনে আরও দল তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। বিজেপি কর্মীরাও অভাবী মানুষদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করছেন।”
আরও খবর : লাগাতার বৃষ্টি, এক্স হ্যাণ্ডেলে শোক প্রকাশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শোক প্রকাশ করে জানিয়েছেন. “দার্জিলিংয়ে সেতু দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি গভীর সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন—এই কামনা করি। প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসের প্রেক্ষিতে দার্জিলিং ও আশেপাশের এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের জন্য সমস্ত সম্ভাব্য সহায়তা প্রদান করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
Deeply saddened by the tragic loss of lives in Darjeeling due to heavy rains. My thoughts are with the people who lost their loved ones. Praying for the speedy recovery of the injured.
Spoke with MP of Darjeeling, Shri @RajuBistaBJP, and took stock of the situation. Teams of the…
— Amit Shah (@AmitShah) October 5, 2025
প্রসঙ্গত, আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, উত্তরবঙ্গে (North Bengal) ভারী থেকে অতি ভারী বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। সেই পূর্বাভাসই মিলিয়ে শনিবার রাত থেকে সকাল পর্যন্ত নিরবচ্ছিন্ন বর্ষণে পাহাড়ের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তিস্তা নদীর জলস্তর হু-হু করে বেড়ে গিয়ে জাতীয় সড়কে উঠে এসেছে।
তিস্তাবাজারের কাছে ২৯ মাইল এলাকায় ১০ নম্বর জাতীয় সড়ক জলে তলিয়ে বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। কালিম্পং (Kalimpong) এবং সিকিমের (Sikkim) দিকেও যোগাযোগ বন্ধ হয়ে পড়ায় আটকে পড়েছেন বহু পর্যটক। প্রশাসন পর্যটকদের নিরাপদ জায়গায় স্থানান্তরিত করার ব্যবস্থা শুরু করেছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ভার্চুয়াল বৈঠক করে সমস্ত খোঁজখবর নিয়েছেন। সোমবারে পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গ সফরে যাবেন তিনি। এবার এ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেনকেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Modi)।
দেখুন অন্য খবর :