কলকাতা: উৎসবের মরশুম ঘিরে রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার নবান্নে (Nabanna) মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, উৎসবের সময় প্রত্যেক জনপ্রতিনিধি যেন নিজের এলাকায় উপস্থিত থাকেন এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সক্রিয় ভূমিকা নেন।
মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন, কোথাও যেন কোনও অশান্তি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে। এমনকী, প্রয়োজনে পুলিশ প্রশাসনের সাহায্য নিতে নির্দেশও দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বিশেষ করে নেতা-মন্ত্রীদের সতর্ক করেছেন যাতে কোনো বিতর্কিত মন্তব্য বা ঘটনার কারণে সংবাদমাধ্যমে নেতিবাচক শিরোনামে না আসেন।
আরও পড়ুন: মহালয়ায় স্পেশাল মেট্রো, কখন থেকে মিলবে পরিষেবা? দেখুন
রাজ্যে আগামী বছর বিধানসভা ভোটের আগে এই উৎসবকালকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে প্রশাসন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর আশঙ্কা কেউ কেউ ইচ্ছাকৃতভাবে অশান্তি ঘটানোর চেষ্টা করতে পারে। তাই আগে থেকেই সমস্ত ব্যবস্থা নিতে মন্ত্রীদের সতর্ক করা হয়েছে।
এছাড়া মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, দুর্গাপুজো ও পরবর্তী উৎসবগুলিতে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য বজায় রাখতে হবে এবং সর্বস্তরের মানুষের মধ্যে সম্প্রীতি অটুট রাখার দায়িত্বও নিতে হবে। প্রসঙ্গত, নবান্ন সূত্রে খবর, পুজোর পরে ফের বসবে মন্ত্রিসভার বৈঠক।
দেখুন আরও খবর: