ওয়েবডেস্ক- চলতি বছরের ৬ ফেব্রুয়ারি (6 Febuary) সূর্য ধনিষ্ঠা (Dhanishtha) নক্ষত্রে প্রবেশ করবে। সূর্যের এই নক্ষত্রের অবস্থানে কর্মজীবনে ভালো সময় আসতে চলেছে। মান সম্মান বাড়বে, জনপ্রিয়তা বৃদ্ধি পাবে, চাকুরিজীবীদের সাফল্যের সুযোগ আসবে।
এই দুই রাশির কেরিয়ারে একাধিক সুযোগ (Multiple career opportunities) আসবে, যারা নতুন কাজ খুঁছছেন তাদের কর্মপ্রাপ্তি হবে। ভাগ্যের দরজা খুলে যাবে। প্রচুর আয়ের সুযোগ থাকছে। সেইসঙ্গে
মেষ রাশি- এই রাশির ভাগ্যের চাকা ঘুরবে। নতুন পরিকল্পনা, সিদ্ধান্ত সহজেই বাস্তবায়িত হবে।আত্মবিশ্বাস বাড়বে। পারিবারিক সম্পর্ক আরও দৃঢ় হবে। কাজের ক্ষেত্রে একাধিক দিক দিয়ে সুযোগ আসবে এই জাতক জাতিকাদের জীবনে। এতদিন যে কাজগুলি হতে বিলম্ব হচ্ছিল, এবার সহজেই সমাধান হবে। স্বাস্থ্য ভালো থাকবে। পরিবারের সাথ পাবেন। পুরনো প্রেম ফের আপনার জীবনে ফিরে আসতে পারে। বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে। সূর্যের গোচর খুব লাভদায়ক পরিবর্ত এনে দেবে আপনার জীবনে।
আরও পড়ুন- কুম্ভে ত্রিগ্রহী যোগ, ফেব্রুয়ারিতে ভাগ্য বদল ৫ রাশির
সিংহ- বিভিন্ন কারণে সিংহ রাশির জীবনে যে জটিলতা তৈরি হয়েছিল, এবার তার নিষ্পত্তি হবে। কোনও যানবাহন বা সম্পত্তি কিনতে পারেন। আয়ের উৎস তৈরি হবে। যারা কেরিয়ারে এতদিন বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছিলেন এবার ভালো সময় আসতে চলেছে। সূর্যের গোচরে বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন। কর্মক্ষেত্রে এবার পরিশ্রমের ফল পেতে শুরু করবেন। যারা বেকার কাজের সন্ধান করছিলেন তাদের এবার সেই অভাব দূর হবে। আয়ের নতুন উৎস তৈরি হবে। প্রেম জীবন বেশ ভালো কাটবে।
কুম্ভ রাশি- একাধিক উপায়ে ধনাগম। আর্থিক উন্নতি কর্মক্ষেত্রে। এই জাতক-জাতিকাদের সুখের সময় আসছে। কাজের জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। সুনাম বৃদ্ধি পাবে। জনপ্রিয়তা বাড়বে। চাকুরিজীবীদের পদোন্নতি, বেতন বাড়বে। যারা বিয়ের জন্য চেষ্টা করছিলেন, পছন্দ মতো জীবনসাথী পেতে পারবেন। সেই প্রেমের ক্ষেত্র ভালো, আগের থেকে সম্পর্ক দৃঢ় হবে। দাম্পত্য জীবন মাধুর্য্য আসবে। শরীর ভালো যাবে, কোনও দীর্ঘস্থায়ী রোগ-ভোগ থেকে মুক্তি।







