ওয়েবডেস্ক- আহমেদাবাদ বিমান দুর্ঘটনা (Ahmedabad plane crash) , এর পরেই কপ্টার বিপর্যয়! আপাতত সোনপ্রয়াগ থেকে সাময়িক স্থগিত করা হল কেদারনাথ যাত্রা (Kedarnath Yatra)। রবিবারই এই নির্দেশিকা জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী (Chief Minister Pushkar Singh Dhami) জানিয়েছেন, আজ ভোরে প্রতিকূল আবহাওয়ার কারণে একটি কপ্টার দুর্ঘটনাগ্রস্ত হয়। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মার শান্তি কামনা করি।‘
মুখ্যমন্ত্রী নিরাপত্তা নিয়মটি কঠোরভাবে পালনের উপর জোর দিয়ে একটি জরুরি বৈঠক ডাকেন। নির্দেশ দেওয়া হয়েছে যে ডিজিসিএ’র নিয়ম লঙ্ঘন করা যাবে না। উঁচু হিমালয় অঞ্চলে উড়ান পাইলটদের এই এলাকার অভিজ্ঞতা থাকতে হবে। এভিয়েশন কোম্পানিগুলোকেও এটি নিশ্চিত করতে হবে।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, একটি কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টার স্থাপন করা উচিত। দুর্ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ ও আগামীকাল হেলিকপ্টার পরিষেবা বন্ধ থাকবে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই পরিষেবা বন্ধ থাকবে।”
আরও পড়ুন- ভারতীয়দের রক্তপাত বৃথা যাবে না, শাস্তি পেতে হবে, শাহি হুঙ্কার
এক্স হ্যান্ডেলে পুলিশ জানিয়েছে, জঙ্গলচট্টির কাছে ধ্বংসাবশেষ ও পাথর খাদে পড়ায় পথে বাধা তৈরি হয়েছে। সোনপ্রয়াগ থেকে কেদারনাথ ধামের তীর্থযাত্রা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। কেদারনাথ ধামে আগত ভক্তরা যেখানে আছেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য জেলা পুলিশ আবেদন করছে।
উল্লেখ্য, রবিবার ভোরে কপ্টার দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। গুপ্তকাশীগামী একটি আর্যান এভিয়েশনের বেল ৪০৭ হেলিকপ্টার (ভিটি-বিকেএ) গৌরীকুণ্ডের কাছে গৌরী মাই খর্ক এলাকায় ঘন জঙ্গলে দুর্ঘটনাগ্রস্ত হয়। হেলিকপ্টারটি মাত্র ১০ মিনিটের উড়ানে ছিল। দুর্ঘটনার আগুনে ভস্মীভূত হয় কপ্টারটি। নিহতরা হলেন পাইলট ক্যাপ্টেন রাজবীর সিং চৌহান (৩৯, জয়পুর), বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির প্রতিনিধি বিক্রম রাওয়াত (৪৭, রাসি, উত্তরাখণ্ড), বিনোদ দেবী (৬৬, উত্তর প্রদেশ), তৃষ্টি সিং (১৯, উত্তর প্রদেশ), রাজকুমার সুরেশ জয়সওয়াল (৪১, গুজরাট), শ্রদ্ধা রাজকুমার জয়সওয়াল এবং তাঁদের দুই বছরের কন্যা কাশী (মহারাষ্ট্র)।
দেখুন আরও খবর-