Sunday, September 28, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollআজ মহাষষ্ঠী, মা দুর্গার কৃপা পাবে এই চার রাশি
Mahasashti

আজ মহাষষ্ঠী, মা দুর্গার কৃপা পাবে এই চার রাশি

এই বিশেষ তিথিতে চন্দ্র বিরাজ করবে বৃশ্চিক রাশিতে এবং সূর্য বিরাজ করবে কন্যায়

আজ ২৮ সেপ্টেম্বর, মহাষষ্ঠী (Mahasashti)। এই বিশেষ তিথিতে চন্দ্র বিরাজ করবে বৃশ্চিক রাশিতে এবং সূর্য বিরাজ করবে কন্যা রাশিতে। সেইসঙ্গে আজ জ্যেষ্ঠা নক্ষত্রের প্রভাব পড়বে রাত ৩:৫৫ মিনিট পর্যন্ত। পাশাপাশি  আয়ুষ্মান যোগ বিরাজ করছে আজকের এই বিশেষ দিনটিতে। মা দুর্গার কৃপায় আজ এই চার রাশির ভাগ্য বদলে যাবে।

 

মেষ- আজ এই রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময়। আর্থিক সৌভাগ্য বৃদ্ধি। পারিবারিক দিক থেকে আয় বাড়বে। জীবনে মানসিক শান্তি আসবে। প্রেমের জন্য আজ দিনটি ভালো। স্বাস্থ্যের উন্নতি। আজ পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। কোনও নতুন কিছু আজ শুরু হতে পারে, যা ভবিষ্যতে ভালো ফল দেবে।

 

কর্কট: মানসিক প্রশান্তি আসবে। আজ জীবনে অনেক সুযোগ আসবে। সেইগুলি বুঝে বিবেচনা করে জীবনের পথে চলতে হবে। আর্থিক লাভ। চাকুরিজীবী ও ব্যবসায়ীদের জীবনে উন্নতি, লাভের মুখ দেখবে। গভীর বন্ধুত্ব প্রেমের জন্ম দেবে। স্বাস্থ্য ভালো যাবে। পরিবারে সুখ শান্তি বৃদ্ধি পাবে।

 

সিংহ: আজ আপনার জীবন জীবনীশক্তিতে ভরপুর থাকবে। চাকুরিজীবী ও ব্যবসায়ীদের জন্য শুভ ফল দেবে। আজ কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। নতুন কোনও প্রকল্প শুরু করতে পারেন। আজ ভালোবাসার মানুষগুলির কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। জীবনে নয়া প্রেমের সঞ্চার, অথবা পুরনো প্রেম আবার ফিরে আসতে পারে। আজ বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাবেন।

আরও পড়ুন-  দুর্গাপুজোয় এই পাঁচ রাশির সৌভাগ্য বৃদ্ধি

 

কন্যা রাশি: আপনার সৃজনশীলতা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছতে সহযোগিতা করবে। আজ বিয়ের কথাবার্তা হতে পারে। অবিবাহিতদের জীবনে নয়া প্রেমের সঞ্চার। আর্থিক সাফল্য। এতদিন যে মানসিক কষ্ট পাচ্ছিলেন, এবার তার থেকে চিরতরে মুক্তি। পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। শরীর স্বাস্থ্য ভালো যাবে।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

 

Read More

Latest News