Saturday, September 27, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollউৎসবের মাঝে ট্র্যাজেডি, মণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু পুজো উদ্যোক্তার
Durga Puja

উৎসবের মাঝে ট্র্যাজেডি, মণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু পুজো উদ্যোক্তার

সোনারপুরের পুজোমণ্ডপে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু

কলকাতা: সোনারপুরে (Sonarpur) দুর্গাপুজোর (Durga Puja) আনন্দের মাঝেই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুজোমণ্ডপ চত্বরে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে সোনারপুরের একটি পুজোমণ্ডপে প্রতিমা দর্শন করতে আসেন স্থানীয় এক ব্যক্তি। হঠাৎই তিনি বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিচয় পরে জানা যায়, তিনি এলাকারই বাসিন্দা।

আরও পড়ুন: আরজি করেই পোস্টিং অনিকেতের, সিঙ্গেল বেঞ্চকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য

ঘটনার পরেই চাঞ্চল্য ছড়ায় মণ্ডপ জুড়ে। দর্শনার্থীদের অনেকেই অভিযোগ করেন, বৈদ্যুতিক সংযোগে গাফিলতি ছিল। সঠিকভাবে তার জড়ানো হয়নি বলেই এমন দুর্ঘটনা ঘটেছে। তবে পুজো কমিটির দাবি, সমস্ত সতর্কতা মানা হয়েছিল। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠায় এবং মণ্ডপের বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করে। প্রয়োজনে ফরেন্সিক টিমকে ডেকে তদন্ত করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের দাবি, প্রতিবার পুজোর সময় অস্থায়ী সংযোগ দেওয়া হয়, কিন্তু যথাযথ নিরাপত্তা মানা হয় না। এবারের ঘটনায় সেই অব্যবস্থাই মৃত্যুর কারণ বলে অভিযোগ তুলেছেন অনেকে। উৎসবের আবহে এমন মৃত্যুর ঘটনায় মণ্ডপজুড়ে এখন শোক আর আতঙ্ক।

দেখুন আরও খবর: 

Read More

Latest News