ওয়েব ডেস্ক: রাজ্যপালের অনুমতি না নিয়ে রাজভবনের ভিতরের গাছ কাটায় ক্ষুব্ধ রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই প্রসঙ্গে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি, আটক করা হয়েছে কাঁটা গাছ নিতে আসা গাড়িটি। সড়ানোর নির্দেশ দায়িত্বে থাকা পূর্ত দফতরের বাস্তকারকে। জানিয়েছেন বন দফতরকেও বলে রাজভবন সূত্রে খবর।
রাজভবনের ভিতরে এবার নোয়া বিতর্কের শুরু। রাজ্যপাল সিভি আনন্দ বোসের অনুমতি ছাড়াই রাজভবনের ভিতরের গাছ কাটা নিয়ে বিতর্কের নোয়া পালক। এদিন গোটা বিষয় সরজমিনে খতিয়ে দেখেন রাজ্যপাল। এরপরই তিনি বিষয়টি খতিয়ে দেখে তদন্তের নির্দেশ দিয়েছেন ।
আরও পড়ুন: নতুন ভোটারদের নাম তোলার ক্ষেত্রে বড় নির্দেশ কমিশনের!
ঘটনাকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় কীভাবে এমন গাফিলতি ঘটল, তা খতিয়ে দেখছে রাজভবন।
দেখুন খবর:







