Wednesday, December 31, 2025
HomeScrollস্বপ্ন নিয়ে মার্কিন মুলুকে গিয়েছিলেন দুই ভারতীয় কন্যা, ফেরা হল না
Telangana Daughter

স্বপ্ন নিয়ে মার্কিন মুলুকে গিয়েছিলেন দুই ভারতীয় কন্যা, ফেরা হল না

দেহ ফেরাতে ভারত সরকারের কাছে আর্জি দুই পরিবারের

ওয়েবডেস্ক-  একরাশ স্বপ্ন নিয়ে মার্কিন মুলুকে (America) পা দিয়ে ছিলেন দুই ভারতীয় কন্যা (Indian) । আর তাদের ঘরে ফেরা হল না। ক্যালিফোর্ণিয়ায় (California) দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের। স্নাতকোত্তর পাঠরত ২৫ বছরের পুল্লখন্ডম মেঘনা রানী (Pullakhandam Meghna Rani ) ও ২৪ বছর বয়সী কাদিয়ালা ভাবানার (Kadiala Bhavana) । শনিবার সন্ধ্যায় স্তব্ধ হয়ে গেছে তাদের জীবন। দুজনেই তেলঙ্গানা বাসিন্দা ছিলেন।)  বছর তিনেক আগে আমেরিয়কায় পাড়ি দিয়েছিলেন দুই ভারতীয় কন্যা। আর কয়েকদিন পরেই ডিগ্রি পাওয়ার কথা ছিল। দুজনেই কর্মসংস্থানের চেষ্টা করছিলেন।

পুলিশ সূত্রে খবর, শহরের আলাবামা হিল এলাকায় বন্ধুদের সঙ্গে ঘুরতে যান তেলঙ্গানার ওই দুই তরুণী। একটি গাড়িতে যাচ্ছিলেন তাঁরা। এক সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি গভীর খাদে পড়ে যায়। মৃত্যু হয় মেঘনা ও ভাবনার। দুর্ঘটনার কারণ অনুসন্ধার করে দেখছে পুলিশ। শোকস্তব্ধ দুই পরিবার। দুই তরুণীর দেহ ফেরাতে তেলঙ্গানা ও ভারতের সরকারের কাছে আবেদন জানিয়েছে দুই পরিবার।

আরও পড়ুন-  ভিন রাজ্যে আক্রান্ত বাংলাভাষীরা! প্রধানমন্ত্রীকে চিঠি অধীরের

বেশ কয়েকদিক আগে আমেরিকায় তেলেঙ্গানার বাসিন্দা এবং ৩৩ বছর বয়সী যশওয়ান্ত কুমার গোশিকা ঘুমন্ত অবস্থায় মারা যান। প্রতিবেদন অনুসারে, তিনি স্লিপ অ্যাপনিয়া সম্পর্কিত একটি স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। তার মরদেহ ভারতে ফিরিয়ে আনার জন্য সাহায্যার্থে একটি পৃথক তহবিল সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে।

 

Read More

Latest News