Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Home১২ বছর পর একসঙ্গে দেব-শুভশ্রী, প্রকাশ্যে ধূমকেতুর টিজার

১২ বছর পর একসঙ্গে দেব-শুভশ্রী, প্রকাশ্যে ধূমকেতুর টিজার

কলকাতা: এক-দু বছর নয় দীর্ঘ ১২ বছরের অপেক্ষার পর পর্দায় ফুটে উঠল দেব-শুভশ্রী (Dev-Subhashrees) পুরনো ম্যাজিক। একযুগের পর ফের বড় পর্দায় একসঙ্গে ফিরছেন দেব-শুভশ্রী। দর্শকরা অপেক্ষা করেছেন তাঁদের প্রিয় জুটির সেই ম্যাজিক, নস্টালজিয়া পর্দায় ফিরে পাওয়ার জন্য। ১৪ অগস্ট সিনেমাহলে মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রীর ধূমকেতু। সোমবার ২৩ জুন এল তারই প্রথম ঝলক। মুক্তি পেল ধূমকেতুর টিজার (Dhumketu Teaser)। টানটান সংলাপ আর রহস্যের মোচড় দেওয়া দৃশ্য। টিজার দেখে মুগ্ধ সিনেপ্রেমীরা। কয়েক ঘণ্টায় স্যোশাল মিডিয়ায় বাড়েছে টিজারের ভিউ। অপেক্ষার অবসানে খুশি দেব-শুভশ্রীর (Subhashree Ganguly) অনুরাগীরা।

টিজার জুড়ে ফুটে উঠল এক অসমাপ্ত প্রেমের কাহিনী। দেব (Dev) এবং শুভশ্রীর রোম্যান্স যেন মাথাচাড়া দিয়ে উঠল এই টিজারে। টিজারের সিংহভাগ জুড়ে শুধু দেব আর দেব। বরফে ঢাকা পাহাড়ে দেখা গেল দেবকে। পরে আছেন সেনার পোশাক, বক্সিং করছেন। শোনা গেল একটা কথা ‘গত ৯ বছর ধরে খালি পালিয়ে বেড়াচ্ছি। আমি কোনও দোষ না করে, মৃত্যু আমাকে ঘরছাড়া করে তাড়িয়ে বেড়াচ্ছে, আমি শালা মৃত্যুকে আর ভয়ই পাই না’।

আরও পড়ুন: বিমানচালক বিরাট কোহলির কেবিনে বিমানসেবিকা জেনেলিয়ার ঘনিষ্ঠ মুহূর্ত! কি ব্যাপার!

দেব-শুভশ্রীর বিয়ে, রোম্যান্স সমস্তটাই ঝলকে এল টিজারে। দেখা গেল প্রস্থেটিকে ৮০ বছর বয়সীর সাজে দেবের সেই ভাইরাল লুকখানাও। চিরঞ্জিত, রুদ্রনীল, পরমব্রতদেরও দেখা পাওয়া গেল। বেশ টানটান টিজার। দেব – শুভশ্রী ছবির গল্প এক অসমাপ্ত প্রেমের কাহিনী। টিজার দেখলেই বোঝা যাচ্ছে, তখন সেই পুরোনো দেব। চেহারায় অন্যরকম ইনোসেন্স, দেব এই ছবিতে নায়ক নাকি খলনায়ক, বোঝা দায়। শুধু তাই নয়, এতগুলো বছর পর তাঁদের ক্রেজ দেখে ভক্তরা উন্মাদ হয়ে গিয়েছেন। একদিকে ‘ভিলেন’ আর অন্যদিকে অসমাপ্ত প্রেমকাহিনি নিয়ে যে এগোবে ‘ধূমকেতু’। সেই আভাস মিলল টিজারে।

 অন্য খবর দেখুন

 

Read More

Latest News