Sunday, January 18, 2026
HomeScrollবন্দে ভারত স্লিপারের কোচ কীরকম, কী কী সুবিধা মিলবে?
Howrah-Guwahati Vande Bharat Sleeper Train

বন্দে ভারত স্লিপারের কোচ কীরকম, কী কী সুবিধা মিলবে?

ভাড়া কত? যাত্রীদের নিরাপত্তায় কী কী ব্যবস্থা? দেখুন

কলকাতা: উদ্বোধন হল দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস (India’s first Vande Bharat Sleeper Train)। এই বন্দে ভারত ভারতীয় রেলের গুরুত্বপূর্ণ অধ্যায়। ঘণ্টায় ১৮০ কিমি বেগে ছুটবে এই ট্রেন। মাত্র ১৪ ঘণ্টায় হাওড়া থেকে গুয়াহাটিতে পৌঁছানো যাবে এবার। এই ট্রেনটি পশ্চিমবঙ্গের হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, মালদহ, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার পাশাপাশি অসমের বঙ্গাইগাঁও ও কামরূপ মেট্রোপলিটন জেলায় পরিষেবা দেবে।

হাওড়া থেকে গুয়াহাটি (India’s first Vande Bharat Sleeper Train, Howrah-Guwahati) পর্যন্ত ছুটবে এই আধুনিক ট্রেন।ট্রেন থামবে—ব্যান্ডেল, কাটোয়া, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, নিউ বঙ্গাইগাঁও ও কামাখ্যা স্টেশন। আবার ফেরার সময়ে একই স্টেশনে থামবে ট্রেন।এই ট্রেনটি হতে চলেছে ১৬ কোচের যেখানে ৮২০ যাত্রীর যেতে পারে। গোটা ট্রেন এসি। ১৬টি কোচ নিয়ে চলবে এই ট্রেন। এর মধ্যে ১১টি এসি থ্রি-টায়ার, চারটি এসি টু-টায়ার এবং একটি ফার্স্ট ক্লাস এসি কোচ থাকবে।
রেলের তরফে জানানো হয়েছে, বন্দে ভারত স্লিপার ট্রেনের ন্যূনতম ভাড়া ধরা হয়েছে ৪০০ কিলোমিটার যাত্রার ভিত্তিতে (Vande Bharat Sleeper Train Fare)। ভাড়ার মধ্যেই খাবারের দাম অন্তর্ভুক্ত থাকছে। তবে তার উপরে অতিরিক্ত ৫ শতাংশ জিএসটি দিতে হবে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই ভাড়া ঠিক হয়েছে বন্দে ভারত স্লিপারের। থার্ড এসির ভাড়া ২,২৯৯ টাকা। সেকেন্ড এসি-র জন্য ২,৯৭০ টাকা এবং ফার্স্ট এসি-তে যাতায়াত করতে ৩,৬৪০ টাকা খরচ হবে।

আরও পড়ুন: বন্দে ভারত স্লিপারের উদ্বোধনের মেনুতে কী কী ছিল?

রাতের সফরের কথা মাথায় রেখে বিশেষ ভাবে নকশা করা হয়েছে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। যাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রেও কোনও আপস করা হয়নি। এই ট্রেনে রয়েছে অত্যাধুনিক অ্যান্টি-কলিশন প্রযুক্তি। সব থেকে অত্যাধুনিক এবং আপগ্রেড ভার্সনের ‘কবচ’ প্রক্রিয়া থাকছে এই ট্রেনটিতে। ট্রেনের প্রতিটি কোচে রয়েছে সেন্সর চালিত স্বয়ংক্রিয় ব্যবস্থা, যা দুর্ঘটনা রুখতে সক্ষম। এ ছাড়াও, প্রত্যেকটি কোচে রয়েছে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা।

Read More

Latest News